ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:১১, ২১ জানুয়ারি ২০১৫

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

পূর্ব প্রকাশের পর ১৭. ব্যাংক মালিকের বিনিয়োগ তখনই সার্থক যখন- র. তাদের বিনিয়োগে দেশে উৎপাদন বৃদ্ধি পায় রর. জনগণের উদ্দেশ্যে তারা শেয়ার বিক্রয় করে ররর. তাদের বিনিয়োগে জাতীয় আয় বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) র ও ররর খ) র গ) রর ঘ) ররর ১৮. ‘কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সবকিছু । নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো (অর্থ ও মুদ্রাবাজারে) জগতে আলো ও শক্তি দেয়।’- সংজ্ঞাটি কে দিয়েছেন? ক) অধ্যাপক সেয়ার্স খ) অধ্যাপক কিসচ গ) ড. এস. এন. সেন ঘ) অধ্যাপক এলকিন ১৯. ঝুঁকি বন্টনের নীতি অনুসরণের মাধ্যমে কোন পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব? ক) আকস্মিক দুর্ঘটনার ক্ষেত্রে খ) প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে গ) অনিশ্চিত বাজারের ক্ষেত্রে ঘ) রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ক্ষেত্রে ২০. জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে- র সফল বিনিয়োগ রর অর্থায়ন পরিকল্পনা ররর দীর্ঘমেয়াদি ঋণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে বা তার কোনো পাওনা হলে ব্যাংক উক্ত হিসাবে কী করে? ক) অর্থ যোগ বা ক্রেডিট করে খ) বিয়োগ বা ডেবিট করে গ) ডেবিট ক্রেডিট উভয় করে ঘ) যোগ বা বিয়োগ কোনোটিই করে না ২২. অধিক বা স্বল্প হলে অর্থনীতির ওপর কিরূপ প্রভাব পড়বে? ক) মুদ্রাস্ফীতি বা মুদ্রাসংকোচন ঘটবে খ) বৃদ্ধি দ্বারা ভোগের পরিমাণ বাড়বে গ) উৎপাদান ও ভোগের সমতা আসবে ঘ) সামগ্রিক ভারসাম্য বিঘ্নিত হবে ২৩. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে? ক) সুযোগ ব্যয় খ) প্রকল্প মূল্যায়ন গ) উৎপাদন ব্যয় ঘ) বিনিয়োগ ব্যয় ২৪. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কী? ক) অর্থনৈতিক স্থিতিশীলতা খ) সঞ্চয় প্রবণতা সৃষ্টি গ) নিরাপত্তা প্রদান ঘ) শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন ২৫. টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের করচ? ক) পরিবহন করচ খ) যোগাযোগ খরচ গ) অফিস খরচ ঘ) প্রত্যক্ষ মজুরি খরচ ২৬. নতুন ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের করণীয় হলো- র. ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান রর. ব্যাংকে অর্থ প্রদান ররর. ব্যাংককে তালিকাভুক্তকরণের কাজ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ২৭. বেশিরভাগ প্রতিষ্ঠানই সাধারণত কয়টি উৎস ব্যবহার করে থাকে? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ২৮. জনগণ ব্যাংকের নিকট মূল্যবান সামগ্রী জমা রাখে কেন? ক) বৃদ্ধির লক্ষ্যে খ) জামানতের লক্ষ্যে গ) নিরাপত্তার লক্ষ্যে ঘ) বিনিময়ের লক্ষ্যে ২৯. আধুনিক বাণিজ্যিক ব্যাংক সর্বদা কোন কাজে তৎপর থাকে? ক) অধিক সেবা প্রদানে খ) অধিক মুনাফা অর্জনে গ) মূলধন গঠনে ঘ) সঞ্চ সংগ্রহে ৩০. ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পণ্য ও সেবার অন্তর্ভুক্ত হল-
×