ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দোনেৎস্ক বিমানবন্দরে রুশপন্থী বিদ্রোহীদের পাল্টা হামলা

প্রকাশিত: ০২:৫৮, ২১ জানুয়ারি ২০১৫

দোনেৎস্ক বিমানবন্দরে রুশপন্থী বিদ্রোহীদের পাল্টা হামলা

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সরকারী বাহিনীর অবস্থানে নতুন করে তীব্র হামলা শুরু করেছে রুশপন্থী বিদ্রোহীরা। বিদ্রোহীদের কাছে হারানো ভূমি পুনরুদ্ধারে সরকারী বাহিনী ব্যাপক অভিযান শুরু“করার পর সোমবার বিদ্রোহীরা পাল্টা হামলা শুরু করে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় সরকারী বাহিনীর তিনজন সেনা নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। খবর ওয়েবসাইটের। বিমানবন্দর ঘিরে পরিস্থিতি ব্যাপক উত্তেজনাপূর্ণ বলে স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি লাইশেঙ্কো। ইউক্রেনীয় সরকারি বাহিনী বিমানবন্দরের দখল ধরে রাখা ও বিদ্রোহীরা সেটি পুনর্দখল করার জন্য প্রাণপণ লড়ছে। উভয়ের কাছেই বিমানবন্দর দখলে রাখা প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ। তাই দোনেৎস্ক বিমানবন্দর ঘিরে লড়াই তীব্র হয়ে উঠেছে। বিমানবন্দর ছাড়াও পূর্ব ইউক্রেনের সব এলাকাতেই বড় ধরনের অভিযানে নেমে বিদ্রোহীদের পাল্টা হামলার শিকার হচ্ছে সরকারী বাহিনী। ইউক্রেনীয় সরকারী সিদ্ধান্তের সমালোচনা করে সরকারী বাহিনী ব্যাপক অভিযানে নামায় লড়াই আরও বেড়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর কাছে পাঠানো রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের শান্তি পরিকল্পনা পোরোশেঙ্কো প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে রাশিয়া। পুতিনের চিঠি হিসেবে পাঠানো ওই পরিকল্পনা সোমবার প্রকাশ করে এটি প্রত্যাখ্যান করাকে ‘কৌশলগতভাবে বড় ধরনের ভুল’ বলে অভিহিত করেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী গ্রিগরি কারাসিন।
×