ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাও ঘ্রাণ শুঁকে যাওয়া

প্রকাশিত: ০৪:১৯, ২০ জানুয়ারি ২০১৫

ফাও ঘ্রাণ শুঁকে যাওয়া

গ্রীষ্মকালের রসালো এবং সুস্বাদু ফল হিসেবে জাতীয় ফল কাঁঠালের সুনাম রয়েছে। কিন্তু মাঘের এই শীতে যদি বাজারে মস্তো সাইজের কাঁঠাল দেখা যায় তাহলে অবাক হওয়ারই কথা! সোমবার দুপুরে রাজধানীতে ব্যস্ততম পুরানা পল্টন এলাকায় ভ্যানের ওপর এ রকম দুটি কাঁঠাল দেখে অনেকের চোখ আটকে যায়। আগ্রহ নিয়ে তারা কাঁঠালের ঘ্রাণ শুঁকে নিতে থাকেন। কিন্তু কাঁঠালের দাম জিজ্ঞাসা করতেই তাদের চোখ কপালে ওঠে। দোকানি প্রতি কাঁঠালের দাম হাঁকেন ১২শ’ টাকা। একজনকে বলতে শোনা যায়, কিনতে তো আর পারুম না, ফাও গন্ধ শুঁকে যাই। ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×