ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওই হাসি আর কেউ দেখবেনা

প্রকাশিত: ০৭:৩৩, ১৯ জানুয়ারি ২০১৫

ওই হাসি আর কেউ দেখবেনা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার কেজি এ্যান্ড মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা তাহেরা ম্যাডামের মৃত্যুতে সংসদ সদস্য, সুশীল সমাজ, ডাক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠান শোক বার্তা পাঠিয়েছেন। একদিন প্রিয় কন্যা তাসমিয়া ইসমাঈল তাম্মিকে জড়িয়ে ধরে হাসছেন তাহেরা ম্যাডাম। বুক ভরা ভালভাসার হাসি। কিন্তু এ হাসি আর দেখবে না কেউ। স্বপ্ন হয়ে গেল মা-মেয়ের হাসি। এক সপ্তাহ পর মেয়ের বিয়ে। সব ঠিকঠাক। স্বর্ণালি হরফে লেখা দাওয়াতনামাও পৌঁছে গেছে কাক্সিক্ষত লোকদের কাছে। বর অস্ট্রেলিয়া প্রবাসী তাহমিদ হাসান রাতুল বিয়ে উপলক্ষে এসেছেন দেশে। ১৭ জানুয়ারি মেহেদী সন্ধ্যা এবং বিয়ের আনুষ্ঠানিকতার দিন ধার্য ছিল ২৪ জানুয়ারি। এ উপলক্ষে মা-মেয়ে ও ছেলেসহ পরিবারের সদস্যরা চট্টগ্রাম যাচ্ছিলেন। শুক্রবার সকাল পৌনে ১১টায় চকরিয়া বানিয়ারছড়া স্টেশনে কক্সবাজারমুখী একটি পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান মা তাহেরা বেগম, মেয়ে তাসমিয়া ইসমাঈল তাম্মি, মাইক্রোবাস চালক জয়নাল আবেদীন, হাসপাতালে নেয়ার পর মারা গেছেন কাজের মেয়ে কহিনুর আক্তার। মেয়ের বিয়েতে আনন্দ, স্বজনদের নিয়ে আড্ডা, পোলাও-বিরিয়ানি ইত্যাদি মজাদার খাবার খাওয়ার ইচ্ছা ছিল কক্সবাজার কেজি এ্যান্ড মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা তাহেরা ম্যাডামের। কিন্তু না। সব মিথ্যে, নিয়তি সবকিছু কেড়ে নিয়েছে। গায়ে রক্ত মেখে চলে গেলেন ওপারে। না ফেরার জগতে। তিনি আর আসবেন না। ওই স্কুল আঙ্গিনায় সরল মানুষটির আর দেখা পাবে না কেউ। হাসি মাখা মায়াজাল ভরা বুলিও শোনা যাবে না আর।
×