ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

ভ্যানচালক, ব্যবসায়ী, বরযাত্রী শিক্ষিকা ও স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০৭:২৮, ১৯ জানুয়ারি ২০১৫

ভ্যানচালক, ব্যবসায়ী, বরযাত্রী শিক্ষিকা ও স্কুলছাত্র নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক, সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক টেম্পো যাত্রী নিহত ও পাঁচ যাত্রী আহত, নীলফামারীতে বরযাত্রী, চাঁদপুরে কলেজ শিক্ষিকা এবং ফরিদপুরে ভ্যান থেকে পড়ে স্কুলছাত্র নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদেরÑ সাতক্ষীরা ॥ শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবু (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের খুলনা রোড মোড়ে পৌঁছে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক বাবুকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বাবু। ট্রাকটি আটক করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ ॥ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নারায়ণগঞ্জমুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় টেম্পো যাত্রী ঝুট ব্যবসায়ী ইব্রাহীম (৩৭) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১১টায়। নীলফামারী ॥ বরযাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়লে জেসমিন আক্তার (২০) নামের এক গৃহবধূ ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় ১২ বরযাত্রী আহত হয়। রবিবার বিকাল ৫টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের মাঝাপাড়া নামক স্থানে। চাঁদপুর ॥ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষিকা উম্মে তাহমিম (৪০) নিহত হয়েছে। রবিবার দুপুরে দোয়াভাঙ্গা হান্নান ফিলিং স্টেশনের সম্মুখে সিএনজি ও ট্রাক সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ॥ ভাঙ্গায় চলন্ত নসিমন থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে স্কুলছাত্র মোস্তাফিজুর রহমান (১৫)। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে ভাঙ্গা পৌরসভার থানা রোড এলাকায়।
×