ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুদুসহ তিনজন রিমান্ড শেষে কারাগারে

প্রকাশিত: ০৬:৫৪, ১৯ জানুয়ারি ২০১৫

দুদুসহ তিনজন রিমান্ড শেষে  কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ তিন জনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে ঢাকা সিএমএম আদালত। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গতকাল রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম এ আদেশ দেন। অপর ২ আসামি হলেন, ১৪ ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মোহাম্মদ রফিবুল ইসলাম লিটন ও শিবির সদস্য মোহাম্মদ দিদার। তদন্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান রিমান্ড শেষে তিন আসামিকে গতকাল আদালতে হাজির করেন। এর আগে মিরপুর মডেল থানার এসআই মাসুদ পারভেজ গত ১১ জানুয়ারি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় দুদুসহ ৪০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। রিমান্ড আবেদন বলা হয়েছিল, ১১ জানুয়ারি বিএনপির ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বেলা সোয়া ৪টার দিকে শামসুজ্জামান দুদুসহ অন্যরা শেওড়াপাড়ার রোকেয়া সরণির খান ইলেক্ট্রনিক্সের সামনের রাস্তায় জাবালে নুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে।
×