ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই বাংলায় সুচিত্রা সেন স্মরণ

প্রকাশিত: ০৬:১৬, ১৮ জানুয়ারি ২০১৫

দুই বাংলায় সুচিত্রা সেন স্মরণ

সংস্কৃতি ডেস্ক ॥ মহানায়িকা সুচিত্রা সেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই বাংলার মানুষ নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করছে। জানা গেছে, প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার কলকাতার নন্দনে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মেয়ে মুনমুন সেন, নাতনি রিয়া সেন ও রাইমা সেন। এদিকে এ লক্ষ্যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল সন্ধ্যায় উৎসবটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিন দিনব্যাপী এ উৎসব চলবে শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। এ ছাড়াও শিল্পকলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে সুচিত্রার জন্মস্থান বাংলাদেশের পাবনায় চতুর্থবারের মতো সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ চলচ্চিত্র উৎসবের আয়োজন করে।
×