ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গেইনারের শীর্ষে নর্দার্ন জুট

প্রকাশিত: ০৪:১৬, ১৮ জানুয়ারি ২০১৫

গেইনারের শীর্ষে নর্দার্ন জুট

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সপ্তাহ জুড়ে শেয়ারটির দর বেড়েছে ২০ দশমিক ৮৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচিত সপ্তাহে নর্দার্ন জুটের প্রতিদিন ৩ হাজার ৩১৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহ জুড়ে কোম্পানিটি ১৬ হাজার ৫৬৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ডায়িং কোম্পানি লিমিটেড। এ কোম্পানির দর বেড়েছে ১৬ দশমিক ৫৬ শতাংশ। সমাপ্ত সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ১৭ লাখ ৭৬ হাজার ৭৬১ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৮৮ লাখ ৮৩ হাজার ৮০৭ টাকার শেয়ার লেনদেন করেছে। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৩ দশমিক ৪৬ শতাংশ। আলোচিত সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ২০ লাখ ৬৮ হাজার ৭৭৮ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ৯১ টাকার শেয়ার লেনদেন করেছে। কাশেম ড্রাইসেলস দরপতনের শীর্ষে অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন তালিকার শীর্ষে উঠে এসেছে কাশেম ড্রাইসেলস কোম্পানি। সপ্তাহ জুড়ে শেয়ারটির দর কমেছে ৮ দশমিক ০৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচিত সপ্তাহে কাশেম ড্রাইসেলস প্রতিদিন ৩ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহ জুড়ে কোম্পানিটি ১৮ কোটি ৫৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এ কোম্পানির দর কমেছে ৭ দশমিক ৭০ শতাংশ। আলোচিত সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ১ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৭ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। দরপতনের তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমোনিয়াম। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ৭ দশমিক ২৮ শতাংশ। আলোচিত সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ২ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১০ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া দর পতনের শীর্ষ দশের অপর কোম্পানিগুলো হচ্ছে- জিল বাংলা সুগার মিলস লিমিটেড, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, আজিজ পাইপস এবং দেশ গার্মেন্টস।
×