ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ২য় পত্র

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩১, ১৭ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

১. সমঝা, ধমকা, কচলা ধাতুগুলো কোন আদিগণভুক্ত? ক) ছোবলা খ) বিগড়া গ) চটকা ঘ) উলটা ২. তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনা বুঝাতে কোন প্রত্যয় যুক্ত হয়? ক) ইষ্ট খ) ইয়ান গ) তম ঘ) ঈয়স ৩. ‘বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।’ - এটি কোন কালের উদাহরণ? ক) অতীত কাল খ) ঐতিহাসিক বর্তমান কাল গ) নিত্যবৃত্ত অতীত কাল ঘ) পুরাঘটিত অতীত কাল ৪. কোনো পদের বর্ণ বিশেষের লোপ বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? ক) ইলেক খ) ড্যাস চিহ্ন গ) কোলন ঘ) সেমিকোলন ৫. ‘তোমাকে আজই যেতে হবে’ - এটা কী ধরনের বাক্য? ক) বিস্ময়বোধক খ) বিবৃতিমূলক গ) প্রার্থনাসূচক ঘ) আদেশসূচক ৬. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? ক) শেষে খ) মধ্যে গ) আদিতে ঘ) আদি-অন্তে ৭. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? ক) মহি + মা খ) মহা + ইমা গ) মহা + ইমন ঘ) মহৎ + ইমন ৮. ক খ গ ঘ ঙ - এর উচ্চারণ স্থান হলো - ক) অগ্রতালু খ) জিহ্বামূল গ) পশ্চাৎ দন্তমূল ঘ) অগ্র দন্তমূল ৯. ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কী যোগ করতে হয়? ক) ‘অ’ ধ্বনি খ) স্বরধ্বনি গ) হস্ চিহ্ন ঘ) ব্যঞ্জনধ্বনি ১০. ‘কুঞ্জর’ কার সমার্থক শব্দ? ক) হাতি খ) হরিণ গ) ভুজঙ্গ ঘ) অশ্ব ১১. ‘আপনাকে কেন্দ্র করে যার চিন্তা’ - একে এক কথায় কী বলে? ক) আত্মকেন্দ্রিক খ) পন্ডিতম্মন্য গ) আত্মসচেতন ঘ) স্বার্থপর ১২. প্রত্যেকটি সাধিত পদের কয়টি অংশ থাকে? ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি ১৩. যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে কী বলে? ক) যৌগিক শব্দ খ) রূঢ়ি শব্দ গ) যোগরূঢ় শব্দ ঘ) পরিশব্দ ১৪. ‘তোমাকেই ঢাকা যেতে হবে’ - এটি কোন বাচ্যের উদাহরণ? ক) কর্মকর্তৃবাচ্য খ) ভাববাচ্য গ) কর্মবাচ্য ঘ) কর্তৃবাচ্য ১৫. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়? ক) কেতা খ) টো গ) গাছি ঘ) গুলিন ১৬. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? ক) পরীক্ষায় নকল করা ভালো নয় খ) ফুল তুলতে এলেম বনে গ) পাখিকে ঢিল মারলে কেন ঘ) রাত শেষ হয়ে এল ১৭. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’ - বাক্যটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছে - ক) প্রাতিপাদিকের পরে খ) বিশেষণের পরে গ) বিভক্তিযুক্ত শব্দের আগে ঘ) প্রাতিপাদিকের আগে ১৮. বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি? ক) নানা খ) অসম্পূর্ণ গ) নানী ঘ) বান্ধবী ১৯. ‘পাওয়ার আগে ভোগের আয়োজন” - এ কথাটির প্রবাদ বাক্য কোনটি? ক) খাল কেটে কুমির আনা খ) ঝোপ বুঝে কোপ মারা গ) ছাই ফেলতে ভাঙ্গা কুলো ঘ) গাছে কাঁঠাল গোঁফে তেল ২০. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী? ক) সমস্যমান পদ খ) ব্যাসবাক্য গ) সমাসবাক্য ঘ) নতুন বাক্য ২১. সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে? ক) প্রাতঃ + কাল খ) শিরঃ + ছেদ গ) শিরঃ + পীড়া ঘ) মনঃ + কষ্ট ২২. ‘তদবধি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) তত + বধি খ) তৎ + বধি গ) তদ + অবধি ঘ) তৎ + অবধি ২৩. কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষযুক্ত? ক) ঘোড়ার গাড়ি খ) শবদাহ গ) ঘোটকের গাড়ি ঘ) মড়াপোড়া ২৪. ‘বাড়ি থেকে নদী দেখা যায়।’ - ‘বাড়ি থেকে’ কোন কারকে কোন বিভক্তি? ক) অপাদানে পঞ্চমী খ) কর্মে পঞ্চমী গ) করণে পঞ্চমী ঘ) অধিকরণে পঞ্চমী ২৫. অনুক্ত ক্রিয়াপদ দ্বারা গঠিত বাক্য কোনটি? ক) বাগানে ফুল ফুটেছে খ) নদীতে নৌকা চলছে গ) রোদ উঠেছে ঘ) আকাশটা বেশ মেঘলা ২৬. ‘অহিংসা পরম ধর্ম’ - এখানে ‘ধর্ম’ কী? ক) সুনীতি খ) স্বভাত গ) সৎকাজ ঘ) উৎকর্ষ ২৭. ‘ঘষ’ ধাতু দ্বারা সাধিত পদ কোনটি? ক) ঘর্ষণ খ) সৃষ্ট গ) ঘুমান ঘ) ঘষা ২৮. ‘ঋ’, ‘র’, ‘ষ’ এর পরে কী হয়? ক) ণ খ) ন গ) ন্ন ঘ) ণ্য ২৯. ‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি? ক) রাজার রাজ্য খ) বাটির দুধ গ) দেশের লোক ঘ) রোজার ছুটি ৩০. ‘পরীক্ষায় সফল হও’ - এটি কোন প্রকার বাক্য? ক) বিবৃতিমূলক খ) ইচ্ছাসূচক গ) বিস্ময়সূচক ঘ) আদেশবাচক ৩১. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে? ক) তিন ভাগে খ) ছয় ভাগে গ) দু ভাগে ঘ) নয় ভাগে ৩২. ‘আজ যদি মাহমুদ আসত, কেমন মজা হত’ - বাক্যটি কোন কালের? ক) ঘটমান অতীত খ) পুরাঘটিত অতীত গ) নিত্যবৃত্ত অতীত ঘ) পুরাঘটিত বর্তমান ৩৩. বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়?
×