ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আবারও মাঠে ফিরছেন রোনাল্ডো!

প্রকাশিত: ০৬:০৫, ১৬ জানুয়ারি ২০১৫

আবারও মাঠে ফিরছেন রোনাল্ডো!

স্পোর্টস রিপোর্টার ॥ বয়সে আটত্রিশকেও ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো। কিন্তু তাতে কী? বয়সের প্রেমে নিজেকে বেঁধে রাখতে রাজি নন তিনি। তাই তো অবসর কাটিয়ে আবারও ফুটবলে ফেরার জন্য নিজেকে তৈরি করে তুলার ঘোষণা দিলেন দেশটির বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। তবে বড় কোন ক্লাবের হয়ে খেলার জন্য নয়। নর্থ আমেরিকান সকার লীগের দল ফোর্ট লডারডেইল স্ট্রাইকার্সের হয়ে খেলাই তার মূল লক্ষ্য। ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন রোনাল্ডো। সবশেষ তিনি পেশাদার ফুটবল খেলেন ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রের দল লডারডেইল স্ট্রাইকার্সের আংশিক মালিক ৩৮ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার এই তারকা ফুটবলার। ফোর্ট লডারডেইলে এক সংবাদ সম্মেলনে এসি মিলান ও ইন্টার মিলানের সাবেক তারকাকে সম্ভাব্য ফেরার বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেখানেই এ ব্যাপারে কথা বলেন তিনি। তবে ফেরাটা যে খুব সহজ হবে না। সেটাও জানিয়েছেন তিনবারের বর্ষসেরা এই তারকা ফুটবলার। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা সহজ নয়, কারণ আমি খেলতে ভালবাসি। আমি ফুটবল ভালবাসি। পুরো জীবন ধরেই এটা ছিল আমার বড় ভালবাসা। আমি যখন অবসর নেই, তখন শরীরের জন্যই খেলা বন্ধ করি। কারণ তখন অনেক ব্যথা আর চোট ছিল।’ এরপরই আবারও মাঠে নেমে ফেরার চ্যালেঞ্জের কথা বলেন তিনি। এ বিষয়ে রোনাল্ডোর অভিমত হলো, ‘ফুটবল ম্যাচ খেলতে (শারীরিকভাবে) খুব ভাল অবস্থায় থাকতে হয়। আমি চেষ্টা করব, এটা আরেকটা চ্যালেঞ্জ। আমি নিশ্চিত, এটা লীগ আর দলকে সাহায্য করবে। আমি প্রচুর অনুশীলন করব এবং কোচের যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে হয়ত (ফিরব)।’ রোনাল্ডো ব্রাজিলের হয়ে ৯৮টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেন। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে ৬২ বার বল জড়ান তিনি। ক্লাব ফুটবলের ইতিহাসেও তার পারফর্মেন্স ছিল চমকপ্রদ। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা, রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। খেলেছেন ইতালিয়ান সিরি এ লীগের দুই সেরা ক্লাব এসি মিলান এবং ইন্টার মিলানের জার্সিতেও। সর্বশেষ স্বদেশী ক্লাব করিন্থিয়ান্স থেকে বিদায় নেন তিনি। এই ক্লাবের হয়ে ৩১ ম্যাচ খেলে ১৮ গোলের দেখা পান রোনাল্ডো।
×