ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইস্কাটন ও রমনায় ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৬:০৩, ১৪ জানুয়ারি ২০১৫

ইস্কাটন ও রমনায় ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মশকমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মঙ্গলবার সকাল থেকে প্রায় ৪০০ পরিচ্ছন্নতা কর্মী নিয়ে রাজধানীর ইস্কাটন, রমনা (নেভাল চীফের বাসভবন) ও সন্নিহিত এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালায়। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান এ অভিযানের নেতৃত্ব দেন। সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. মোঃ মাহবুবুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ রকিবউদ্দিনসহ বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও পরিচ্ছন্নতা কর্মীগণ অভিযানে অংশ নেন। -বিজ্ঞপ্তি নৌপরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার উদ্যোগে মঙ্গলবার ঢাকার মিরপুর-১৪ নম্বরে নাবিক কলোনি খেলার মাঠে গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম হাফিজা হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। গরিব ও দুঃস্থ জনগণের দুর্ভোগ লাঘবে সক্রিয় সহযোগিতা প্রদানের জন্য সংঘের নিজস্ব অর্থায়নে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়। -আইএসপিআর প্রথম নৌআঞ্চলিক কাব ক্যাম্পুরির মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের প্রথম নৌআঞ্চলিক কাব ক্যাম্পুরির মহাতাঁবু জলসা সোমবার সন্ধ্যায় ঢাকার নাবিক কলোনি মাঠ, মিরপুর-১৪ এ শহীদ মোয়াজ্জম হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী নৌবাহিনীপ্রধান (অপারেশন্স) ও কমিশনার নৌস্কাউট রিয়ার এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন। গত ৮ জানুয়ারি হতে শুরু হওয়া পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরিতে ঢাকা জেলা নৌস্কাউটস হতে কাব স্কাউটসরা অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×