ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুকে কটূক্তি

তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:৩০, ১৪ জানুয়ারি ২০১৫

তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কোর্ট রিপোর্টার ॥ সমন জারির পরও তিনি আদালতে হাজির না হওয়ায় সুপ্রীমকোর্টের আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা সিএমএম আদালত। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শামসুল আরেফীন এ আদেশ দেন। গত ১০ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক গোলাম রাব্বানী ওই মামলা দায়ের করলে তুহিন মালিককে ১৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত ৩০ নবেম্বর ইস্ট লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তুহিন মালিক বলেন, ‘তারা (আওয়ামী লীগ) যেভাবে সংবিধানটাকে তাদের নির্বাচনী মেনিফেস্টো এবং দলীয় মেনিফেস্টোতে তৈরি করেছে এবং সেখানে যেখানে নাস্তিক্যবাদিতা এবং ধর্মহীনতার বিষয় সেখানে জুড়ে দেয়া হয়েছে এবং সেখানে যেখানে বলা হয়েছে যে, এর ৩ ভাগের এক ভাগ অংশ প্রায় ৫২ টার মতো অনুচ্ছেদ, স্পেশাল অনুচ্ছেদ, সবচেয়ে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, কেয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে কেউ সংশোধন করতে পারবে না। আইন করা হয়েছে, ৭ (ক) অনুচ্ছেদ করে বলে দেয়া হয়েছে, যদি কেউ এমনটা করে কিংবা করার চেষ্টা করে কিংবা সহায়তা করে, প্রত্যেকের মৃত্যুদ-তুল্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে, মানে ফাঁসি হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? মুজিবের কাহিনী, তাঁর পরিবারের গানা-বাজনা জুড়ে দেয়া হয়েছে। এগুলোকে বাতিল যে করতে চাইবে তাদেরও ফাঁসি হবে। তাহলে সংবিধান পরিবর্তন যতদিন পৃথিবী আছে হবে না। ‘আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান, মানুষ সেটা হয়তো বোঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা, কিচ্ছুই থাকবে না, ইনশাআল্লাহ!’ বাদি বলেন, উক্ত বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হেয় করা হরেছে- যা মানহানিকর।
×