ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার তৃণমূল সাংসদ মুকুল রায়কে তলব করল সিবিআই

প্রকাশিত: ০৭:৩৩, ১৩ জানুয়ারি ২০১৫

এবার তৃণমূল সাংসদ মুকুল রায়কে তলব করল সিবিআই

জনকণ্ঠ ডেস্ক ॥ সারদা কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ মুকুল রায়ের বিরুদ্ধে সমন জারি করেছে সিবিআই। সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই-এর হাতে আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্র। তৃণমূলের দুই সাংসদ কুনাল ঘোষ এবং সঞ্জয় বসুর পাশাপাশি গ্রেফতার হয়েছেন দলের সহ-সভাপতি রজত মজুমদারও। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল সাংসদ মুকুল রায়কে। তিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। সোমবার সকালে ফোন করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। খবর টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার অনলাইনের। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মুকুল রায়কে ফোন করে সিজিও কমপ্লেক্সে দেখা করার কথা বলা হয়। কিন্তু তিনি ওই কর্মকর্তাকে জানান, বিভিন্ন কর্মসূচী নিয়ে আপাতত দিল্লীতে ব্যস্ত রয়েছেন। তাই এদিনই তার পক্ষে দেখা করা সম্ভব নয়। তবে কবে সিবিআই দফতরে গিয়ে দেখা করবেন, তা দু’এক দিনের মধ্যে ফোন করে জানিয়ে দেবেন মুকুল রায়। তাকে এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যায়। মুকুল রায় অবশ্য জানান, চিঠি পাননি, তবে যখনই তাকে ডাকা হবে, তিনি যেতে তৈরি।
×