ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ান ওপেনের আগেই ওজনিয়াকির দুঃসংবাদ

প্রকাশিত: ০৬:০৬, ১৩ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ান ওপেনের আগেই ওজনিয়াকির দুঃসংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র ৬ দিন বাকি। এর পরই শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ডসøাম আসর অস্ট্রেলিয়ান ওপেন। বিশ্বের টেনিস তারকারা ওকল্যান্ড ক্ল্যাসিক, শেনঝেন ওপেন, হপম্যান কাপ এবং ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। আর এ ক’দিনের ব্যবধানে শুরু হয়েছে আরেকটি আসর সিডনি ইন্টারন্যাশনাল। সোমবার উদ্বোধনী দিনেই ঘটেছে অঘটন। কব্জির ইনজুরিতে পড়ে খেলার মাঝপথে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন বিশ্বের আট নম্বর ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। তবে তিনি আত্মবিশ্বাস জানিয়েছেন আগামী সপ্তাহের বড় আসর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেয়ার। সিডনিতে চেকপ্রজাতন্ত্রের বারবোরা জাহলাভোভা স্ট্রাইকোভার বিরুদ্ধে প্রথম সেটেই হেরে গিয়েছিলেন ওজনিয়াকি। তবে দ্বিতীয় সেটটায় লড়াই চলছিল সমানে-সমানে। তিন নম্বর গেম শুরুর ঠিক আগ মুহূর্তে এ ড্যানিশ তারকা জাহলাভোভার দিকে এগিয়ে গিয়ে করমর্দন করে নিজেকে ম্যাচ থেকে সরিয়ে নেন। ফলে ৬-৪, ১-১ অবস্থায় থাকা ম্যাচে জয় লাভ করেন এ চেক তরুণী। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য এবার দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান তারকা সামান্থা স্টোসারের মুখোমুখি হবেন তিনি। দুু’দিন আগেই দারুণ ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন ওজনিয়াকি। ওকল্যান্ড ক্ল্যাসিকে দুর্দান্ত খেলে উঠে গিয়েছিলেন ফাইনালে। সেখানে তিনি সাবেক এক নম্বর যুক্তরাষ্ট্রের কৃষ্ণকন্যা ভেনাস উইলিয়ামসের কাছে হেরে যান। কিন্তু সিডনিতে এসেই যেন অপয়া সময়ে পতিত হলেন। তবে খেলা না চালিয়ে নিজেকে প্রত্যাহারের পেছনে মূলত অস্ট্রেলিয়ান ওপেন আছে বলে জানিয়েছেন ওজনিয়াকি। কব্জিতে যে সমস্যা আছে সেটার জন্য ভালভাবে প্রস্তুতি সারতে এবং পুরোপুরি ফিট হয়ে খেলার জন্য নামতে চান। আগামী সোমবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে। এর আগে এ কয়েকটা দিন বিশ্রাম নিয়ে নিজেকে পুরোপুরি ফিরে পেতে চান তিনি। এ বিষয়ে ওজনিয়াকি বলেন, ‘আমি সমস্যাটা টের পেয়েছি যখন একটি শট খেলছিলাম। আমি বাতাসের বিপরীতে শটটি নিয়েছিলাম কিন্তু সেটা করতে কিছুটা দেরি হয়ে যায়। আমি এটা আমার কব্জিতে অনুভব করছিলাম। আমার আগেও এটা হয়েছিল, সুতরাং এটা সম্পর্কে আগে থেকেই আমি জানতাম। সব সময়ই এটা অনেক যন্ত্রণাদায়ক হয়েছে যখন আমি ব্যাকহ্যান্ড শট নিয়েছি। সুতরাং মেলবোর্নে যাওয়ার আগে পরিস্থিতিটা আরও খারাপের দিকে যাক সেটা কোনভাবেই চাই না। আমি এখন এটা নিয়ে কিছু চিকিৎসা করাব এবং ভাল অবস্থা ফিরিয়ে আনতে সচেষ্ট হব। পরবর্তী সপ্তাহের আগেই আমাকে সুস্থ হয়ে উঠতে হবে। গত বছরটা দারুণ কেটেছিল ওজনিয়াকির। নিজেকে পুরোপুরি ফিরে পেয়েছিলেন। বছরজুড়েই দারুণ খেলেছেন। আবার তিনি ফিরে এসেছেন শীর্ষ দশের মধ্যে। বছরের শেষ গ্র্যান্ডসøাম আসর ইউএস ওপেনের ফাইনালও খেলেন তিনি। মেলবোর্নে নিজেকে বেশ ভালভাবেই মেলে ধরতে আত্মবিশ্বাসী ওজনিয়াকি। তিনি বলেন, ‘এখনও এক সপ্তাহের মতো বাকি আছে। সুতরাং আশা করছি এটা অনেকখানিই ভাল পর্যায়ে পৌঁছবে। আমি দেখব আগামীকাল এটা কোন পর্যায়ে পৌঁছে। এখনকার চেয়ে তখন অনেক ভাল অবস্থায় থাকবে কব্জি এটাই প্রত্যাশা করছি। আমি আত্মবিশ্বাসী যে মেলবোর্নে খেলার জন্য যথেষ্ট সুস্থ এবং পরিপূর্ণ ফিট হয়ে উঠতে পারব।’ ওজনিয়াকি জানিয়েছেন ইনজুরির কারণে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ কমে যাওয়াতে তেমন কোন সমস্যাই হবে না। তিনি মনে করেন অস্ট্রেলিয়ান ওপেনের জন্য যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস ইতোমধ্যেই করে ফেলেছেন।
×