ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে অটোরিক্সা-ট্রাক সংঘর্ষে নারী পুলিশসহ নিহত ৩

প্রকাশিত: ০৫:৩০, ১২ জানুয়ারি ২০১৫

কেরানীগঞ্জে অটোরিক্সা-ট্রাক সংঘর্ষে নারী পুলিশসহ নিহত ৩

কেরানীগঞ্জ সংবাদদাতা ॥ দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্প সংলগ্ন সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুই নারী নিহত হয়েছেন। তারা দু’জনই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত দুই নারীর একজন দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল (নং নম্বর-১৫১২) সেলিনা আক্তার (২৭)। চালক (৪৫) ও অপর যাত্রীর (৫২) নাম-পরিচয় জানা যায়নি। রবিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হবিগঞ্জে নিহত দুই নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ থেকে জানান, রবিবার বিকেলে উপজেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় হিউম্যান হলারের (মেক্সি) সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত এবং আহত হয়েছে আরও ২ যাত্রী। নিহতরা হলেন, জেলার ওই উপজেলাধীন শিমুলঘর গ্রামের সফিক মিয়া (৪১) ও একই গ্রামের মাসুক মিয়া (৫১)। আহত ২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহে ট্রাক উল্টে ৬ গরুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহে ট্রাক উল্টে খাদে পড়ে ৬টি গরুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার চুটলিয়ার মোড় নামকস্থানে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গরুগুলোর আনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা। এ সময় ট্রাকের হেলপার (অজ্ঞাত) মারাত্মক আহত হয়েছেন।
×