ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবরোধে পর্যটকশূন্য সুন্দরবন-ষাটগম্বুজ

প্রকাশিত: ০৫:২৮, ১২ জানুয়ারি ২০১৫

অবরোধে পর্যটকশূন্য  সুন্দরবন-ষাটগম্বুজ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শীতকাল পর্যটন মৌসুম হলেও হঠাৎ করে সুন্দরবনে পর্যটকদের আগমন হ্রাস পেয়েছে। দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি মৌসুমে প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন ও ঐতিহাসিক ষাটগম্বুজ। প্রতি বছর এ সময় দেশ-বিদেশের নানা বয়সী পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে বাগেরহাট জেলায় বিশ্ব ঐতিহ্যের এ দুই স্পট। ইকো-ট্যুর কোম্পানির লঞ্চসহ বিভিন্ন জলযানে এসে সুন্দরবনে ভিড় করেন তারা। কিন্তু এবার ২০ দলীয় জোটের লাগাতার অবরোধসহ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছে এ দুই বিশ্ব ঐতিহ্য। জানা গেছে, প্রতিবছর এই দিনগুলোতে হাজার হাজার পর্যটকদের ভিড়ে সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, ত্রিকোন আইল্যান্ড, টাইগার পয়েন্ট, দুবলা, হিরণ পয়েন্ট, নীলকমল অভয়ারণ্য এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হতো। বন বিভাগ, মংলা বন্দরের রেস্ট হাউস, সুন্দরবন অভ্যন্তরের ৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ট্যুরিস্ট জলযানগুলো এ মৌসুমে পর্যটকদের ভিড়ে মুখর থাকত। কিন্তু টানা অবরোধের কারণে এসব স্পটে এখন পর্যটকদের দেখা মিলছে না। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আমির হোসাইন চৌধুরী জানান, চলতি পর্যটন মৌসুমে থার্টিফাস্ট নাইট থেকে ওয়ার্ল্ড হ্যারিটেজ এই বনের নয়ানাভিরাম প্রাকৃতিক দৃশ্য ও চিত্রল হরিণ, রয়েল বেঙ্গল টাইগার, কুমিরসহ বন্য প্রাণীর চলাচল উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছিলেন হাজারো পর্যটক। টাইগার পয়েন্টের কচিখালী সমুদ্র সৈকতে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার রয়েছে অপূর্ব সুযোগ। এই বন ২৪ ঘণ্টায় ৬ বার তার রূপ বদলায়। ইকো-ট্যুরিজম পিপাসু পর্যটকরা এই দৃশ্য দেখতে উন্মুখ হয়ে থাকেন। এ জন্য পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ প্রয়োজনীয় সব প্রস্তুতিও নিয়ে থাকে। এবার পর্যটকরাও আসতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ অবরোধের কারণে সুন্দরবনে এখন পর্যটকের সংখ্যা কমে গেছে।
×