ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাগাতার অবরোধে এসসিবির উদ্বেগ

প্রকাশিত: ০৫:১১, ১২ জানুয়ারি ২০১৫

লাগাতার অবরোধে এসসিবির উদ্বেগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএনপির ডাকা অনির্দিষ্টকালের লাগাতার অবরোধে ব্যবসায়ী সংগঠন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি) গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছে। এসসিবি চেয়ারম্যান রেজাউল করিম এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক কর্মকা-ের অপসংস্কৃতি হলো অবরোধ/হরতাল। এ লাগাতার অবরোধের কারণে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত’ হচ্ছে। জনগণ যারপরনাই ভোগান্তির শিকার হচ্ছে। শিক্ষাব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা, শিল্প-কারখানায় উৎপাদন, চিকিৎসা ব্যবস্থা, পণ্য পরিবহন চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পোশাক খাতের রফতানি ব্যাহত হচ্ছে। এতে পরিচালনা খরচও বেড়ে যাবে। তিনি বলেন, লাগাতার অবরোধের কারণে দূরপাল্লার পরিবহন ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।
×