ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ফরিদ উদ্দিন

প্রকাশিত: ০৫:১০, ১২ জানুয়ারি ২০১৫

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ফরিদ উদ্দিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্কনীতির সদস্য ফরিদ উদ্দিনকে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক চিঠির মাধ্যমে পুনঃ আদেশ না দেয়া পর্যন্ত ফরিদ উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। গত ৮ জানুয়ারি সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এ পর্যায়ে রবিবার বিকেল পর্যন্ত চেয়ারম্যানশূন্য ছিল এনবিআর। জানা গেছে, চলমান রাজনৈতিক অস্থিরতার মুখে রাজস্ব আদায়ে কিছুটা হোঁচট খেয়েছে এনবিআর। এ অবস্থায় সরকারের উচ্চ পর্যায় থেকে এ পদে নতুন কাউকে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু এ পদে কে নিয়োগ পাচ্ছেন তা নিয়ে কয়েকদিন ধরেই অর্থ মন্ত্রণালয়ে চলছে কানাঘুষা। রাজস্ব আদায়ে লক্ষমাত্রা পূরণে সক্ষম এ রকম কাউকে খোঁজ করা হচ্ছে। সূত্র মতে, এনবিআর চেয়ারম্যান নিয়োগ নিয়ে ইতোমধ্যে জোর লবিং শুরু হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এ পদে যাওয়ার জন্য একাধিক আমলা চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এ পদে নিয়োগ চূড়ান্ত করা হয়নি।
×