ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গয়েশ্বর-আলালের রিমান্ড ও আবেদন নামঞ্জুর

প্রকাশিত: ০৫:১০, ১২ জানুয়ারি ২০১৫

গয়েশ্বর-আলালের রিমান্ড ও আবেদন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার ॥ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। তবে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। ২৪ ডিসেম্বর শাহাবাগ থানায় দায়ের করা মামলায় আলালকে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এবং একই দিন চকবাজার থানার মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে পৃথকভাবে রিমান্ড ও জামিন আবেদন করা হয়। পৃথক দুই মামলায় তাদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত দুপক্ষেরই আবেদন নামঞ্জুর করেন। আওয়ামী লীগের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় আটক গয়েশ্বরকে পরে গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে লালমাটিয়ার বাসা থেকে আটক মোয়াজ্জেম হোসেনকে ২৪ ডিসেম্বরের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ২৮ ডিসেম্বর তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়।
×