ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্যাকুলিনের অনুতাপ!

প্রকাশিত: ০৬:৩০, ১১ জানুয়ারি ২০১৫

জ্যাকুলিনের অনুতাপ!

সংস্কৃতি ডেস্ক ॥ ‘রয়’ চলচ্চিত্রের একটি গানে রণবীর কাপুরের সঙ্গে ট্যাঙ্গো নাচছিলেন তিনি। হঠাৎই এক কোণে আঘাত লেগে তার জুতার হিল ভেঙ্গে যায়। আগে জানলে জ্যাকুলিন ফার্নান্দেজ হয়ত ট্যাঙ্গো নাচতেন না। জানা গেছে, নাচের দৃশ্যটি বুঝিয়ে দেয়ার পর নিজের সংগ্রহ থেকে এক জোড়া হিল আনিয়ে নেন জ্যাকুলিন। সেগুলো পরে ভালই নাচতে শুরু করেন তিনি। জুতা ভেঙ্গে যাওয়ায় একটু মন খারাপ তো হয়েছেই তার। পরিচালক বিক্রমজিৎ সিংকে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ওটা তার প্রিয় জুতা ছিল। আর এর মূল্য দুই লাখ রুপি। পরে প্রোডাকশন হাউস থেকে অন্য জুতা দেয়া হয় জ্যাকুলিনকে। সেগুলো পরেই নাচের দৃশ্যের কাজ শেষ করেন তিনি। জ্যাকুলিন বলেছেন, এটি ট্যাঙ্গো নাচ, তাই নিজের জুতা পরে নাচতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। কিন্তু পরে বুঝতে পারছিলাম, এই নাচের জন্য এমন জুতা জুতসই নয়। এক সময় তো হিল ভেঙ্গেই গেল। নওগাঁয় রানার নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে শনিবার নওগাঁয় রানার নাট্য সম্প্রদায়ের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১টায় শহরের পুরনো হাসপাতাল রোড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঁজা গোলার মোড়ে রানার নাট্য সম্প্রদায় চত্বর গিয়ে শেষ হয়। এর আগে রানার নাট্য সম্প্রদায় চত্বরে সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আহ্বায়ক আসাদুল ইসলাম বিদ্যুৎ জানান, ‘রানার! সময় হয়েছে নতুন খবর আনার’ এই শ্লোগান নিয়ে ১৯৮০ সালে পথ চলা শুরু করে রানার নাট্য সম্প্রদায়। সন্ধ্যায় কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
×