ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হপম্যান কাপ রাদওয়ানাস্কার, সেরেনার হার

প্রকাশিত: ০৫:৫১, ১১ জানুয়ারি ২০১৫

হপম্যান কাপ রাদওয়ানাস্কার, সেরেনার হার

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ড সপ্তমবারের মতো হপম্যান কাপ জয়ের সুযোগ এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু সেটা তারা পারেনি বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামসের পরাজয়ের কারণে। বিশ্বের পাঁচ নম্বর পোলিশ তারাকা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কার কাছে তিন সেটের তীব্র লড়াইয়ের পর সেরেনা হেরে গেছেন ৬-৪, ৬-৭ (৩-৭) ও ৬-১ সেটে। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ফাইনালে যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে পোল্যান্ড। ফলে প্রথমবারের মতো হপম্যান কাপের শিরোপা ঘরে তুলেছে পোলিশরা। মিশ্র দ্বৈতে রাদওয়ানাস্কা-জের্জি জানোভিজ জুটি হারিয়ে দেয় সেরেনা-জন ইসনার জুটিকে ৭-৫, ৬-৩ সেটে। তবে পুরুষ এককে ইসনার ৭-৬ (১২-১০), ৬-৪ সেটে হারিয়ে দিয়েছিলেন জানোভিজকে। এর আগে রাদওয়ানাস্কার বিরুদ্ধে আটবারের মুখোমুখিতে প্রতিবারই জয় দেখেছিলেন সেরেনা। শুধু তাই নয় এই আটবারের লড়াইয়ে সেরেনার বিরুদ্ধে মাত্র একটি সেট জেতার কৃতিত্ব দেখাতে পেরেছেন রাদওয়ানাস্কা। ২০১২ উইম্বল্ডনের ফাইনালে এক সেট জেতার কারণে তিন সেটে গড়িয়েছিল ম্যাচটা। তাছাড়া দুইবার হপম্যান কাপ জেতারও কৃতিত্ব আছে সেরেনার। সবমিলিয়ে রাদওয়ানাস্কার বিরুদ্ধে এবার ফাইনালে সেরেনাই ছিলেন ফেবারিট। কিন্তু এবার পার্থে যেন ভাগ্যদেবী মুখ তুলে চাইলেন বিশ্বের পাঁচ নম্বর রাদওয়ানাস্কার দিকে। প্রথম সেটেই জিতে যান এবং বুঝিয়ে দেন ইতিহাস আবার ফিরে আনাটা কঠিন হবে সেরেনার জন্য। তবে দ্বিতীয় সেটে তীব্র লড়াই করেছেন সেরেনা এবং জিতেও যান টাইব্রেকে গড়ানো সেটটায়। কিন্তু ফলাফল নির্ধারণী তৃতীয় ও শেষ সেটে আর বিশ্বের এক নম্বর এ কৃষ্ণ তারকাকে খুঁজেই পাওয়া গেল না। তাঁকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতে গেলেন রাদওয়ানাস্কা। সেরেনার বিরুদ্ধে ভীতিকর রেকর্ডের জুজু পেছনে ফেলার পর রাদওয়ানাস্কা বলেন, ‘যখন আমি তাঁর বিরুদ্ধে খেলতে যাই তখন মনে করি আমার কিছুই আসলে হারানোর নেই। তিনি বিশ্বের এক নম্বর এবং মহান এক চ্যাম্পিয়ন। এটা কোন বিষয় নয় স্কোরটা কি হলো। এর কখনও কোন শেষ নাই। তিনি একজন মহান যোদ্ধা। আমি এখন অনেক খুশি যে দ্বিতীয় সেটে হেরে যাওয়ার পরও ঘুরে দাঁড়াতে পেরেছি এবং তৃতীয় সেটে নিজের সেরা খেলাটা উপহার দিতে পেরেছি। এ ধরনের জয় সবসময়ই বাড়তি আত্মবিশ্বাসের যোগান দেয়।’ বর্তমানে রাদওয়ানাস্কার কোচ মার্কিন কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা। আর সে কারণেই নবমবার সেরেনার মুখোমুখি হয়ে যেন জয়ের দেখা পেলেন রাদওয়ানাস্কা। সে জন্য তাঁকে লড়তে হয়েছে ১২৫ মিনিট। তাঁর এমন অসাধারণ কৃতিত্বের জন্যই পোল্যান্ড প্রথমবারের মতো হপম্যান কাপের শিরোপা জিতল। দারুণ এ জয়টা আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে রাদওয়ানাস্কার জন্য বড় অনুপ্রেরণা হবে। কিন্তু বছরের শুরুটা বেশ বাজেভাবেই কাটছে সেরেনার জন্য। গত সপ্তাহেই তিনি কানাডায় স্বাগতিক টেনিস বিস্ময় তরুণী উইজেনি বাউচার্ডের কাছে হেরে বিদায় নিয়েছিলেন রাউন্ড রবীন লীগ পর্বেই। এবার হারলেন হপম্যান কাপে। তবে এরপরও আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে জেতার দিকে মনোযোগ সেরেনার। এখন পর্যন্ত ১৯ গ্র্যান্ডসøাম জয়ী সেরেনা অসি ওপেন জিততে পেরেছেন পাঁচবার। তবে সর্বশেষ ২০১০ সালে জিতেছিলেন এখানে। আগামী ১৯ জানুয়ারি মেলবোর্নে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্সসøাম আসর অস্ট্রেলিয়ান ওপেন।
×