ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ব্লগারকে প্রকাশ্যে বেত্রাঘাত

প্রকাশিত: ০৪:৪০, ১১ জানুয়ারি ২০১৫

সৌদি আরবে ব্লগারকে প্রকাশ্যে বেত্রাঘাত

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সৌদি আরবে এক ব্লগারকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। রাইফ বাদাওয়ি নামে ৩০ বছর বয়সী কারাবন্দী এক যুবককে জেদ্দায় শুক্রবার জুমার নামাজের পর একটি মসজিদের বাইরে সকলের সামনে ৫০টি বেত্রাঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাদাওয়িকে একটি পুলিশের গাড়িতে করে আল জাফালি মসজিদের কাছে আনা হয়। সেখানে তাকে গাড়ি থেকে বের করে জনাকীর্ণ মুসল্লিদের সামনে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান একজন সরকারী কর্মকর্তা। এরপর তাকে প্রকাশ্যে সকল মুসল্লিদের সামনে প্রায় ১৫ মিনিট ধরে বেত্রাঘাত করা হয়। খবর এএফপির গত সেপ্টেম্বরে একটি সৌদি আদালত এ যুবককে ১০ বছরের কারাদ- এবং এক হাজার বেত্রাঘাতের আদেশ অনুমোদন দেয়। বেত্রাঘাতের শাস্তি প্রদান শেষ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে তাকে বিশটি করে বেত্রাঘাত করা হবে বলে মনে করা হচ্ছে। হ্যাকিং রুখবে জিন্স ও ব্লেজার এবার ক্রেডিট বা ডেবিট কার্ড হ্যাকিংরোধ করবে জিন্স ও ব্লেজার। নরটন এ্যান্টিভাইরাস তৈরিকারী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই জিন্স ও ব্লেজার বাজারে আনছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকো ভিত্তিক পোশাক প্রস্তুতকারী সংস্থা বেটাব্যান্ড। নয়া এই জিন্সটি রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্য নিয়ে হ্যাকিং প্রতিরোধ করবে। ফেব্রুয়ারি মাসে বাজারে আসবে এই জিন্স ও ব্লেজার। জিন্সের দাম ১৫১ ডলার আর ব্লেজারের দাম ১৯৮ ডলার। - বিবিসি চিতাবাঘ আতঙ্ক ফের চিতাবাঘ আতঙ্ক পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার শহরে। শহরের ঘনবসতিপূর্ণ অরবিন্দ কমপ্লেক্স এলাকায় চতুষ্পদ জন্তুর বেশ কয়েকটি পায়ের ছাপ দেখা গেছে। গত সপ্তাহে শহরের রবীন্দ্রনগর এলাকায় একটি চিতাবাঘ ধরা পড়ার পর আতঙ্কের মধ্যে আছে এলাকাবাসী। তাদের অভিযোগ, বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেলেও পদক্ষেপ নেয়নি। এলাকায় একটি চালকল সীমানাবিহীন অবস্থায় পড়ে আছে। জায়গাটি ঝোপঝাড়ে ভরা। সেখানেই চিতাবাঘটি লুকিয়ে থাকতে পারে। -আনন্দবাজার
×