ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আল কায়েদা থেকে অর্থ পেয়েছি ॥ শার্লি হেবদোতে হামলাকারী

প্রকাশিত: ০৪:৪০, ১১ জানুয়ারি ২০১৫

আল কায়েদা থেকে অর্থ পেয়েছি ॥ শার্লি হেবদোতে হামলাকারী

ফ্রান্সের বিদ্রƒপ ম্যাগাজিন শার্লি হেবদোতে হামলা চালিয়ে ১২ জনকে হত্যাকারী সন্দেহভাজন দুইভাইয়ের একজন দাবি করেছেন, তারা ইয়েমেনের আল কায়েদা নেতা আনোয়ার আল আওলাকির কাছ থেকে অর্থ পেয়েছেন। শুক্রবার পুলিশের গুলিতে নিহত দুইভাইয়ের একজন ৩২ বয়সী শেরিফ কোয়াশি বিএফএম-টিভিকে মৃত্যুর আগে টেলিফোনে এই তথ্য দিয়েছেন। টেলিফোনে শেরিফ বলেন, “ইয়েমেনের আল কায়েদা আমাকে ডেকে পাঠিয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম, আর আনোয়ার আল আওলাকি আমাকে অর্থ দিয়েছেন।” সন্দেহভাজন হত্যাকারী দুইভাইকে ধরতে তিনদিনের ব্যাপক অভিযান শেষে শুক্রবার তারা পুলিশের গুলিতে নিহত হন। আর তারা নিহত হওয়ার পর বিএফএম-টিভি শেরিফের টেলিফোন বার্তাটি সম্প্রচার করে। ২০১১ সালের সেপ্টেম্বরে চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আল আওলাকি নিহত হন। তিনি আন্তর্জাতিক সদস্য সংগ্রহের ক্ষেত্রে আল কায়েদার প্রভাবশালী একজন নেতা ছিলেন। ইয়েমেনের শীর্ষ গোয়েন্দাসূত্র এর আগে জানিয়েছিলেন, কোয়াশি ভাইয়েরা ২০১১ সালে ইয়েমেনে অবস্থান করার সময় আল আওলাকির সঙ্গে দেখা করেছিলেন। প্যারিসের হাইপারক্যাশার নামে একটি ইহুদী সুপারশপে অপর জিম্মিকারী ৩২ বছর বয়সী আমেদি কুলিবালিও শুক্রবার পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আমেদিও পৃথকভাবে বিএফএম-টিভিকে বলেছেন, তিনি ফিলিস্তিনীদের রক্ষা করতে চান এবং ইহুদীদের হামলা করতে চান। তিনি দাবি করেন, তিনি ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত এবং কোয়াশি ভাইদের সঙ্গে পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছেন। -ওয়েবসাইট পাকিস্তানে শিয়া মসজিদে বোমায় নিহত ৮ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার শহরের ঘনবসতিপূর্ণ চিতিয়ান হাতিয়ান এলাকায় শিয়াদের মসজিদে এক হামলাকারী প্রবেশ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে মসজিদের বাইরে তার শরীরে বেঁধে রাখা শক্তিশালী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় ওই আত্মঘাতী। নিরাপত্তাকর্মীরা এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের মাত্রা ছিল তীব্র। -ডন
×