ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু হামজার যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৩৯, ১১ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রে কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু হামজার যাবজ্জীবন

ইয়েমেনে ১৬ জন পর্যটককে অপহরণের অভিযোগে কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু হামজাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। কয়েকটি মামলায় তাকে এমনভাবে সাজা প্রদান করা হয়েছে যা থেকে তার ছাড়া পাওয়ার কোন সম্ভাবনা নেই। -গার্ডিয়ান অনলাইন। মিসরে জন্মগ্রহণকারী লন্ডনের ফিন্সবেরি পার্ক মসজিদের ইমাম আবু হামজাকে পরপর দু’দফা যাবজ্জীবনসহ নয় দফা অভিযোগে ৫ থেকে ১৫ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে আটক অবস্থায় ২০১২ সালে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র পাঠান হয়েছিল। গত বছর মে মাসে তাকে সন্ত্রাসবাদ মামলায় ১১টি দফায় অভিযুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে ১৯৯৮ সালে ইয়েমেনে ১৬ জন পর্যটককে অপহরণ, সন্ত্রাসীদের সরঞ্জামাদি দিয়ে সহায়তা করা, যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে একটি সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র খোলার চেষ্টা করা ইত্যাদি। জম্মু কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি ভারতের জম্মু-কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি করতে বাধ্য হয়েছে কেন্দ্র। ত্রিশঙ্কু বিধানসভায় এখনও পর্যন্ত কোন দলই সরকার গড়ার অবস্থায় নেই। ওমর আবদুল্লাহ তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোয় কেন্দ্রের ওপরে আরও চাপ তৈরি হয়। আর নতুন সরকার গঠনের শেষ তারিখ ১৯ জানুয়ারি। এই অবস্থায় জম্মু-কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি করা ছাড়া আর কোন উপায় ছিল না বলে জানিয়েছেন কেন্দ্রের শীর্ষ কর্র্মকর্তারা। -আনন্দবাজার পত্রিকা
×