ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব বৈঠক ৩ ফেব্রুয়ারি শুরু

প্রকাশিত: ০৬:৫৭, ১০ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব বৈঠক ৩ ফেব্রুয়ারি শুরু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে। আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি ঢাকায় প্রথমবারের মতো এই বৈঠকের আয়োজন করা হবে। বৈঠকে যোগ দিতে ঢাকায় আসবেন জাপানের একটি প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত বৈঠক হলেও বাংলাদেশ ও জাপানের মধ্যে কখনোই এই বৈঠক হয়নি। দুই দেশের মধ্যে ব্যবসাবাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে গভীরভাবে আলোচনার জন্য এখন থেকে পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত বৈঠক হবে। তবে ফেব্রুয়ারিতে প্রথম বৈঠক হবে ঢাকায়। আর টোকিওতে হবে পরবর্তী বৈঠক। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের একজন উপমন্ত্রী এই বৈঠকে নেতৃত্বে দেবেন।
×