ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্টেলের নতুন চিপ

প্রকাশিত: ০৪:৩৫, ১০ জানুয়ারি ২০১৫

ইন্টেলের নতুন চিপ

মাইক্রোপ্রসেসর প্রস্তুতকারী বৃহৎ প্রতিষ্ঠান ইন্টেল ১৪ ন্যানোমিটার ৬৪বিট এ্যাটোম চিপ বাজারে আনতে চলেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৫-তে মঙ্গলবার বোতামের আকারের নতুন চিপ ‘কিউরি’ উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিচ। এটি সিইএস ২০১৪তে উন্মোচিত স্ট্যাম্প আকৃতির এডিসন চিপের নতুন সংস্করণ। এ বছর আরও পরের দিকে চিপটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। -ফোর্বস অনলাইন
×