ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্যার ফ্রাঙ্ক পিটার্সকে সম্মাননা

প্রকাশিত: ০৬:০৬, ৯ জানুয়ারি ২০১৫

স্যার ফ্রাঙ্ক পিটার্সকে সম্মাননা

বিডিনিউজ ॥ বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে কাজের পর স্কুল-মাদ্রাসার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে একাই লড়ে যাওয়া স্যার ফ্রাঙ্ক পিটার্সকে সম্মাননা জানানো হয়েছে। বাংলাদেশের স্কুলগুলোয় শিক্ষার্থীদের দৈহিক শাস্তির বিরুদ্ধে পাঁচ বছর ধরে লড়াই করা পিটার্সকে সম্প্রতি বিশেষ সম্মাননাপত্র দেয়া হয়। বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর কর্মকর্তা-কর্মচারী সমিতির পক্ষ থেকে দেয়া ওই সনদে সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসার স্বাক্ষর রয়েছে। সম্মাননাপত্রে বলা হয়েছে, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরপর বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ ও স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাই।’ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব মুসা বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের পরিবারের সহায়তায় স্যার ফ্রাঙ্কের তহবিল গড়ে তোলার প্রচষ্টা নথিপত্রে থাকলেও অজ্ঞাত কারণে তাঁকে কখনও সম্মান জানানো হয়নি। এছাড়া বাংলাদেশের স্কুলগুলোয় শিক্ষার্থীদের দৈহিক শাস্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্যও তাঁকে বিশেষভাবে সম্মানিত করা উচিত বলে আমরা মনে করেছি।’
×