ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখায় লোকসান তদন্ত হচ্ছে

প্রকাশিত: ০৭:২১, ৮ জানুয়ারি ২০১৫

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখায় লোকসান তদন্ত হচ্ছে

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখায় ১৩৯ কোটি রুপী লোকসান হওয়ার বিষয়টি তদন্ত করতে পারে দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি)। এনএবির ধারণা, ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলার জন্য দায়ী কর্মকর্তাদের রক্ষা করার চেষ্টা করছে। পাকিস্তানের জাতীয় পরিষদের অর্থ ও রাজস্ব সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ওমর আইয়ুব খান মঙ্গলবার ইসলামাবাদে এ সংক্রান্ত বৈঠকে সভাপতিত্বকালে বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, তাঁর নির্দেশে গঠিত একটি উপ-কমিটি ব্যাংকের বিপুল লোকসানের জন্য দায়দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে বিষয়টি জাতীয় জবাবদিহিতা ব্যুরোর কাছে তদন্তের জন্য পাঠাতে পারে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জাতীয় পরিষদের এ সংক্রান্ত স্থায়ী কমিটির সঙ্গে সহযোগিতা করছে না। তিনি বলেন, আমি জানি না ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কেন এ বিষয়ে গড়িমসি করছে। তিনি উর্ধতন ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতার জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি জাতীয় পরিষদের এ সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ককে আরেকটি বৈঠক আহ্বান করে এ বিষয়ে বিস্তারিত বিষয় জানতে বলেছি। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
×