ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবি খোন্দকার আশরাফ হোসেন স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ০৬:৩৫, ৮ জানুয়ারি ২০১৫

কবি খোন্দকার আশরাফ হোসেন স্মরণানুষ্ঠান

কবি খোন্দকার আশরাফ হোসেনের জন্মদিন ছিল গত ৪ জানুয়ারি। জন্মদিন উপলক্ষে কোন অনুষ্ঠানের আয়োজন করা না হলেও আগামী ১৬ জুন কবি খোন্দকার আশরাফ হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে আলোচনাসভা ও মিলাদের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্মৃতি পরিষদের আহ্বায়ক ড. জাহারাবী রিপন। প্রসঙ্গত, কবি খোন্দকার আশরাফ হোসেন ১৯৫০ সালের ৪ জানুয়ারি জামালপুর জেলার জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কবির ‘তিন রমণীর ক্বাসিদা’, ‘পার্থ তোমার তীব্র তীর’, ‘জীবনের সমান চুমুক’, ‘সুন্দরী ও ঘৃণার ঘুঙুর’সহ বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়। তিনি ২০১৩ সাল থেকে মৃত্যু পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়া কবি খোন্দকার আশরাফ হোসেন ‘একবিংশ’ নামে একটি কাগজ সম্পাদনা করেছেন। গত ২০১৩ সালের ১৬ জুন তিনি মৃত্যুবরণ করেন। -বিজ্ঞপ্তি
×