ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ পঞ্চম আন্তর্জাতিক ভারোত্তোলনে

প্রকাশিত: ০৬:২৮, ৮ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ পঞ্চম আন্তর্জাতিক ভারোত্তোলনে

স্পোর্টস রিপোর্টার ॥ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতা থেকে ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক জিতে ৩৬ দেশের মধ্যে পঞ্চম হয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। দোহাতে কাতার ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় আল সাদ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হয় কাতার দ্বিতীয় ইন্টারন্যাশনাল কাপ ভারোত্তোলন, ১৭তম ইয়ুথ মহিলা ও পুরুষ ভারোত্তোলন প্রতিযোগিতা এবং এশিয়ান এ্যান্ড আরব (ইয়ুথ এ্যান্ড জুনিয়র) ভারোত্তোলন প্রতিযোগিতা। এই তিন প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের মোট ৩৬ দেশ। এই ৩৬ দেশের মধ্যে পঞ্চম হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। পুরস্কার হিসেবে আয়োজক কমিটি কর্তৃক বাংলাদেশ দল পায় সুদৃশ্য ট্রফি। তিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক সংখ্যা অনুযায়ী প্রথম হয়েছে চীন, দ্বিতীয় মিসর, তৃতীয় চাইনিচ তাইপে, চতুর্থ ভারত, ৫ম বাংলাদেশ, ৬ষ্ঠ ইরাক, সপ্তম সৌদি আরব, অষ্টম কাজাখস্তান, নবম আলজেরিয়া এবং দশম হয়েছে উজবেকিস্তান। কাতার ইন্টারন্যাশনাল কাপ প্রতিযোগিতায় ৫৩ কেজি ওজন শ্রেণীতে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে প্রথম রৌপ্য পদক জেতেন মোল্লা সাবিরা সুলতানা। ইয়ুথ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪৪ কেজিতে অংশ নিয়ে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন উদীয়মান ভারোত্তোলক জোহরা আক্তার রেশমা। সবশেষ এশিয়ান এ্যান্ড আরব ভারোত্তোলন প্রতিযোগিতায় ৬৩ কেজিতে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ পদক জয় করেন মাবিয়া আক্তার সীমান্ত। এই সফরে দলীয় কোচ হিসেবে দলের সঙ্গে আছেন কাজল দত্ত ও শাহরিয়া সুলতানা সুচি। টিম লিডার ফেডারেশনের সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী। এছাড়া প্রতিযোগিতা আয়োজক কমিটি কর্তৃক আমন্ত্রিত হয়ে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে কাতার যান বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইংকমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব) ও রেফারি হিসেবে ছিলেন খুরশিদা খাতুন খুশি।
×