ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে থাকা থাইবাসীদের সতর্ক করল দূতাবাস

প্রকাশিত: ০৫:৪২, ৮ জানুয়ারি ২০১৫

বাংলাদেশে থাকা থাইবাসীদের সতর্ক করল দূতাবাস

থাই দূতাবাস বাংলাদেশে বসবাসরত থাইল্যান্ডের নাগরিকদের চলমান রাজনৈতিক সহিংসতা সম্পর্কে সতর্ক করে দিয়েছে। বুধবার থাই দূতাবাস প্রথমবারের মতো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে দেশটির নাগরিকদের সতর্ক করে দেয়। বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৫ জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে কর্মসূচী পালন নিয়ে এই সহিংসতা শুরু হয়। সরকার নিরাপত্তা বাহিনী দিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ রাখলে ২০ দলীয় জোট দেশব্যাপী অবরোধ আহ্বান করে। এ অবস্থায় সৃষ্ট সহিংসতায় থাইল্যান্ডের নাগরিকদের ঢাকা ও অন্যান্য বড় শহরে সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেয়া হয়েছে। থাইবাসীদের সহিংসতা এড়াতে সরকারী দফতর, রাজনৈতিক দলের কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে। বাইরে বের হওয়ার প্রয়োজন না হলে তাঁদের ঘরের মধ্যে অবস্থান করতে এবং পর্যাপ্ত খাদ্য ও পানীয় সঙ্গে রাখতে বলা হয়েছে। বিশেষ করে বিরোধী দলের কর্মসূচী চলাকালে থাইবাসীদের এই পরামর্শ দেয়া হয়েছে। সূত্র : ব্যাংকক পোস্ট
×