ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আসছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৫:২৫, ৭ জানুয়ারি ২০১৫

আসছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ আপাতত বিশ্বকাপের আগে কোন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২৯ মার্চ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত টানা তিনটি সিরিজ রয়েছে ঘরের মাটিতে যথাক্রমে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচী। ৩০ জুন বাংলাদেশে পা রাখবে প্রোটিয়া শিবির এবং দুই টি২০, তিনটি ওয়ানডে ও দুই টেস্টের পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিয়ে ৪ আগস্ট ঢাকা ত্যাগ করবে। এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এফটিপি অনুসারে এপ্রিলে পাকিস্তান দল এবং জুনের প্রথম সপ্তাহে ভারতীয় দল বাংলাদেশ সফর করবে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে চলতি বছর আবার দ্বিপাক্ষিক সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। পাকিস্তানের সঙ্গে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ আছে এ সিরিজে। আর জুনের প্রথম সপ্তাহে আসার কথা রয়েছে ভারতীয় দলের। তাদের বিরুদ্ধে ১ টেস্ট ও ৩ ওয়ানডে আছে এফটিপিতে। অবশ্য এ দুটি সিরিজের সময়সূচী এখনও চূড়ান্ত হয়নি। জালাল জানিয়েছেন আগামী বছর ভারত সফরে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করছে বিসিবি। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচী চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩০ জুন ঢাকায় পা রাখবে প্রোটিয়া শিবির। তারা সফর শুরু করবে প্রস্তুতিমূলক টি২০ দিয়ে। ৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টি২০ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ ও ৭ জুলাই দুটি টি২০ এবং একই ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি হবে ১০ ও ১২ জুলাই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এখানেই ২১ জুলাই দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৩০ জুলাই মিরপুর স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট।
×