ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেসামরিক নাগরিক হত্যার দায় স্বীকার ব্রিটেনের

প্রকাশিত: ০৪:২৪, ৭ জানুয়ারি ২০১৫

বেসামরিক নাগরিক হত্যার দায় স্বীকার ব্রিটেনের

আফগানিস্তান যুদ্ধের ব্রিটিশ সেনাদের হাতে আট বছরে ১৮৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে আট। এছাড়া চার হাজার আফগান বাড়িঘর বিধ্বস্ত হয়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর মিরর অনলাইনের। ব্রিটিশ সরকার তাদের বাহিনীর হামলায় আহত দু’শ’ বেসামরিক লোককে ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ ৭০০০ পাউন্ড দিয়েছে। সানডে পিপল ট্যাবলয়েড পত্রিকায় আফগান যুদ্ধ নিয়ে কয়েকশ’ অভিযোগের তালিকা প্রকাশ করা হলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিবৃতি দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করবে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আহমদজাই রবিবার মার্কিন টিভি চ্যানেল সিবিএসে সময়সীমা বাড়ানোর আহ্বানের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে একজন সিনিয়র কর্মকর্তা এ মন্তব্য করেছেন। খবর এএফপি। চলতি বছরের মধ্যে আফগানিস্তানে সৈন্য সংখ্যা অর্ধেকে এবং আগামী বছরের মধ্যে তা আরও কমিয়ে আনার পূর্ব পরিকল্পনার ওপরই যুক্তরাষ্ট্র স্থির রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ দূত জেমস ডবিনস সোমবার এ কথা বলেন।
×