ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শততম পর্বে ‘থ্রি কমরেডস’

প্রকাশিত: ০৫:৫৫, ৪ জানুয়ারি ২০১৫

শততম পর্বে ‘থ্রি কমরেডস’

স্টাফ রিপোর্টার ॥ একুশে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘থ্রি কমরেডস’ নাটকের শততম পর্ব প্রচার হবে আজ রবিবার। একুশেটিভির নিজস্ব প্রযোজনার নির্মিত নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচলনা করেছেন দীপু হাজরা। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় ও আদনান ফারুক হিল্লোল। অন্যান্য চরিত্রে অভিনয় করেন, ড. ইনামুল হক, নওশীন, অহনা, সীমানা, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, তন্দ্রা, মাসুদ রানা মিঠু, তারেক শপন, লারা লোটাস, শাহানাজ খুশি, শিরিন আলম, খোরশেদ আহামেদ, ইফশিতা জামান, সুমনা সোমা, মুনিয়া, কচি খন্দকার, নিলয় রহমান প্রমুখ। পরিচালক দীপু হাজরা বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই আমার ইটিভি কর্তৃপক্ষকে, দ্বিতীয়ত আমার চ্যানেলের চেয়ারম্যন শ্রদ্ধেয় আবদুস সালাম স্যারকে। যার অনুপ্রেরণা ও দর্শক চাহিদার কারণে এই নাটকটি ৫২ পর্ব হতে বেড়ে ১০৪ চার পর্বে পৌঁছতে যাচ্ছে। আনন্দ লাগছে আজ এর ১০০তম পর্ব প্রচার হবে। এই নাটকটির সঙ্গে দীর্ঘদিন সার্বক্ষণিকভাবে যাঁরা আমার সঙ্গে থেকে সহযোগিতা করছেন, বিশেষ করে ধন্যবাদ জানাই সকল পত্রিকার বিনোদন সাংবাদিক সকল বন্ধুদের। কারণ তারাও এ নাটকটি জনপ্রিয় করতে অনেকটাই সহযোগিতা করেছে। ভবিষ্যতে সুযোগ হলে আরও ভাল কাজ করার আশা করি। এজন্য সংশ্লিষ্ট সবার দোয়া চাই। প্রসঙ্গত, ধারাবাহিক ‘থ্রি কমরেডস’ নাটকের প্রচার শুরু হয়েছিল গত ২০১৪ সালের নভেম্বর মাসে থেকে প্রতি রবি ও সোমবার রাত ৮-২০ মিনিটে। কমেডি ধাচের নাটকটির গল্প মূলত তিনজন যুবকের জীবনের টানাপড়েনকে ঘিরে আবর্তিত হয়। এই তিনজনের জীবনযুদ্ধের চিত্র ফুটে উঠেছে এই ধারাবাহিক নাটকের গল্পে।
×