ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষ আবাহনী

আজ জিতলেই চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক

প্রকাশিত: ০৫:৪৩, ৪ জানুয়ারি ২০১৫

আজ জিতলেই চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক

মোঃ মামুন রশীদ ॥ সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আজ জিতলেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শিরোপা নিশ্চিত হবে তাদের। তবে আজ জয়ের জন্য বড় পরীক্ষার সামনেই পড়তে হবে প্রাইম ব্যাংককে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। ইতোমধ্যেই শিরোপা লড়াই থেকে ছিটকে গেলেও রানার্সআপ হওয়ার ক্ষীণ একটা আশা টিকে আছে, তবে সেজন্য অবশ্যই জিততে হবে আবাহনীকে। তাই তারাও সহজে ছাড় দেবে না। তবে হেরে গেলেও শিরোপা ঘরে তোলার সুযোগ থাকবে প্রাইম ব্যাংকের। ২ পয়েন্ট পিছিয়ে থাকা তাদের শিরোপা জয়ে অন্যতম বাধা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আজ তারা বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারালে এবং প্রাইম ব্যাংক হেরে গেলে দু’দলের পয়েন্ট সমান হয়ে যাবে। হেড-টু-হেড সমান হওয়ার কারণে নেট রানরেটে হবে শিরোপার ফয়সালা। আর আবাহনী জিতে গেলে এবং দোলেশ্বর হেরে গেলেও সরাসরি চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। সেক্ষেত্রে দোলেশ্বর-আবাহনীর পয়েন্ট সমান হয়ে গেলে রানার্সআপ নির্ধারণ হবে হেড-টু-হেড কিংবা নেট রানরেট বিবেচনায়। অর্থাৎ সুপার লীগের শেষ রাউন্ডে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হবে প্রাইম ব্যাংক, দোলেশ্বর ও আবাহনীর মধ্যে। তিন দলের এমন জমজমাট ও আকর্ষণীয় লড়াইয়ের দিনে একেবারেই নিয়মরক্ষার গুরুত্বহীন ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমি (সিএ) ও লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হবে ফতুল্লায়। সব ম্যাচ সকাল ৯টায় শুরু হবে। হার কিংবা জিত কোনটাই শিরোপা লড়াই থেকে ছিটকে দিতে পারবে না প্রাইম ব্যাংককে। প্রিমিয়ার ক্রিকেট লীগের আইন অনুসারে কোন দুটি দলের মধ্যে পয়েন্ট সমান হয়ে গেলে সেরা দল নির্ধারণ করা হবে প্রথমত হেড-টু-হেড বিচেনায়। সেটা সমান হয়ে গেলে পরবর্তীতে বিবেচনায় আনা হবে পয়েন্ট। সুপার লীগের শেষ ম্যাচে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পয়েন্ট সমান হয়ে যেতে পারে প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বরের। শক্তিশালী আবাহনীর মুখোমুখি হবে আজ প্রাইম ব্যাংক। এ ম্যাচে শুধু জিতলেই চলবে প্রাইম ব্যাংকের। তাহলেই শিরোপা উঠবে তাদের ঘরে। সেক্ষেত্রে প্রাইম দোলেশ্বর জিতলেও কোন কাজে আসবে না। দুই প্রাইম জিতলে কপাল পুড়বে আবাহনীর। প্রাথমিক রাউন্ড থেকে শীর্ষস্থান নিয়ে সুপার লীগে আসা দলটি টানা তিন পরাজয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। আর দুই প্রাইম আজ জিতলে রানার্সআপ হওয়ার আশাটাও শেষ হয়ে যাবে আবাহনীর। সে কারণে কোনভাবেই আজ প্রাইম ব্যাংককে জিততে দিতে চাইবে না তারা। প্রথম রাউন্ডের শেষ ম্যাচেও মুখোমুখি হয়েছিল এ দু’দল। আর সেবার ফতুল্লায় প্রাইম ব্যাংককে ৩৩ রানে হারিয়ে দিয়েছিল ফর্মের তুঙ্গে থাকা আবাহনী। তবে এখন শিরোপার গন্ধ পেয়ে গেছে প্রাইম ব্যাংক। তাই জেতার জন্য মরিয়া থাকবে তারাও। সবমিলিয়ে মিরপুরে আজ শিরোপা লড়াইয়ে না থেকেও অঘোষিত এক ফাইনালে খেলতে নামছে আবাহনী। দোলেশ্বর সুপার লীগটা কাটিয়েছে সবচেয়ে ভাল। চারটি ম্যাচেই জিতেছে দলটি। ফর্মের তুঙ্গে আছে তারা। হারিয়েছে প্রাইম ব্যাংক আর আবাহনীর মতো শীর্ষস্থানে থাকা দুই দলকেই। তাদের ধাক্কার কারণেই শিরোপা লড়াই থেকে ইতোমধ্যে ছিটকে গেছে আবাহনী। এবার শেষ ম্যাচে জিতে প্রাইম ব্যাংককেও হটিয়ে দেয়ার সুযোগ তাদের সামনে। যদিও প্রাইম ব্যাংক জিতলে আর সুযোগ নেই। তবে সেক্ষেত্রেও জিতলে সরাসরি রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে। আর আবাহনী জিতে গেলে দোলেশ্বর জয় পেলে সুযোগ তাদের জন্য চ্যাম্পিয়ন হওয়ার। কারণ তখন প্রাইম ব্যাংক-দোলেশ্বর উভয় দলেরই পয়েন্ট সমান ২৪ করে হবে। প্রথম রাউন্ডে প্রাইম ব্যাংক জিতলেও সুপার লীগে জিতেছে দোলেশ্বর পরস্পরের মোকাবেলায়। তাই হেড-টু-হেড সমান। এ কারণে নেট রানরেটের হিসেবে এগিয়ে থাকা দলটিই জিতবে শিরোপা। আর আবাহনী জিতলে এবং দোলেশ্বর হারলে উভয় দলের পয়েন্ট সমান ২২ হয়ে যাবে। প্রাইম ব্যাংক সরাসরি চ্যাম্পিয়ন হবে। আর রানার্সআপ হওয়ার ক্ষেত্রে হেড-টু-হেড আবাহনী-দোলেশ্বর সমানে সমান থাকায় নেট রানরেটের হিসেব হবে। তবে দুই প্রাইম জিতে গেলে কিংবা শুধু প্রাইম ব্যাংক জিতলে আর কোন সমীকরণে যেতে হবে না, সরাসরি চ্যাম্পিয়ন ও রানার্সআপ যথাক্রমে প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর।
×