ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বক্তাবলী ফেরি চালু হচ্ছে আজ

প্রকাশিত: ০৫:২৯, ৩ জানুয়ারি ২০১৫

বক্তাবলী ফেরি চালু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শনিবার বুড়িগঙ্গা-ধলেশ্বরী নদী বেষ্টিত জনপদ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলীতে বহুল আকাক্সিক্ষত ফেরি সার্ভিস চালু হচ্ছে। ফলে বক্তাবলী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। শনিবার বিকেল তিনটায় সংসদ সদস্য শামীম ওসমান ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন। স্বাধীনতার ৪৩ বছর পরও নারায়ণগঞ্জ শহরের সঙ্গে বক্তাবলীর যোগাযোগের তেমন কোন উন্নতি হয়নি। নদী পথে ট্রলারই ভরসা। ফলে কাক্সিক্ষত উন্নয়নও হয়নি এ ইউনিয়নে। অথচ মহান মুক্তিযুদ্ধে বক্তাবলীবাসীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও অসাধারণ ত্যাগ রয়েছে। শহর থেকে কিছুটা দূরে নদী বেষ্টিত নিরাপদ জনপদ হওয়ায় মুক্তিযোদ্ধারা আশ্রয় নেয় বক্তাবলীতে। এখান থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অপারেশন চালায়। তাই মুক্তিযুদ্ধের শেষ দিকে রাজাকারদের সহযোগিতায় বক্তাবলীতে হামলা চালায় পাক হানাদার বাহিনী। নির্বিচারে হত্যা করে ১৩৯ জনকে। গণহত্যার বিভীষিকাময় স্মৃতি এখনও তাড়িত করে বক্তাবলীবাসীকে। ইতোমধ্যেই সদর উপজেলা পরিষদের তহবিল থেকে ১৬ লাখ টাকা ব্যয়ে ফেরিঘাট নির্মাণ করা হয়েছে।
×