ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে অরাজকতা করলে পুলিশ দর্শকের ভূমিকায় থাকবে না ॥ আইজিপি

প্রকাশিত: ০৫:২৯, ৩ জানুয়ারি ২০১৫

দেশে অরাজকতা করলে পুলিশ দর্শকের ভূমিকায় থাকবে না ॥ আইজিপি

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২ জানুয়ারি ॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে জননিরাপত্তা বিঘিœত যেমন সন্ত্রাস ও জঙ্গীবাদ কিভাবে দমন করতে হয় বাংলাদেশ পুলিশের সে সামর্থ্য আছে, সে সাহস আছে। আগামী ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচী ঘোষণার বিষয়ে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে সব ধরনের লোক থাকবে, তাদের মতামত থাকবে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচী থাকবে। রাজনৈতিক দলের কোন আন্দোলন ঠেকানো বা কোন আন্দোলন বন্ধ করা বাংলাদেশ পুলিশের কাজ নয়, বরং কোন রাজনৈতিক দলের কোন শান্তিপূর্ণ কর্মসূচী থাকলে তাদের নিরাপত্তা দেয়া হবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচীর নামে যদি সন্ত্রাস হয়, দেশে অরাজকতা হয়, পেট্রোল বোমা মারা হয়, গাড়ি ভাংচুর করা হয়, আগুন দেয়া হয় সেগুলোকে আমরা রাজনৈতিক দলের কর্মসূচী হিসেবে নেই না। সেগুলো ফৌজদারি অপরাধ আর ফৌজদারি অপরাধের জন্য দেশে প্রচলিত আইন আছে, সেই আইনের আওতায় এনে কঠোর বিচার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। এ দেশে অরাজকতা করবে, মানুষ মারবে আর পুলিশ বাহিনী তা দর্শকের ভূমিকায় বসে বসে দেখবে, তাকিয়ে থাকবে তা হতে দেব না। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক তাঁর নিজ জেলা শরীয়তপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
×