ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিবি’র কড়া প্রতিবাদ মিয়ানমার সীমান্ত রক্ষীর গুলিতে ২ বাংলাদেশী জেলে আহত

প্রকাশিত: ০৪:৪৪, ৩ জানুয়ারি ২০১৫

বিজিবি’র কড়া প্রতিবাদ মিয়ানমার সীমান্ত রক্ষীর গুলিতে ২ বাংলাদেশী জেলে আহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারের সীমান্তরক্ষী দল বিজিপির গুলিতে পুতিক্যা ও ফরিদ নামে বাংলাদেশী দুই জেলে আহত হয়েছে। এদের মধ্যে পুতিক্যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার বিকেল ৩টায় জেলার উখিয়া পালংখালী আঞ্জুমানপাড়া বরাবর বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত রেখা খালে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, শুক্রবার দুই দেশের সীমান্ত নদী পালংখালী খালে বাংলাদেশ অভ্যন্তরে জাল ফেলে মাছ শিকার করছিল ঘুমধুমের মোঃ হোছাইন মেস্ত্রীর পুত্র পুতিক্যা ও গোলাম বারীর পুত্র ফরিদ আলম। মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি তাদের ডাক দিয়ে ওই নদীর মিয়ানমার অংশে যেতে বললে জেলেরা ভয়ে ওপারে যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে বিজিপি সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জনকণ্ঠকে জানান, বিজিপির ছোঁড়া এক রাউন্ড গুলিতে বাংলাদেশী জেলে আহত হওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া প্রতিবাদ জানিয়েছে।
×