ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিজ জয়ে দৃষ্টি প্রোটিয়াদের, ঠেকাতে চায় ক্যারিবীয়রা

প্রকাশিত: ০৫:৪৮, ২ জানুয়ারি ২০১৫

সিরিজ জয়ে দৃষ্টি প্রোটিয়াদের, ঠেকাতে চায় ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়। সফরের শুরুতেই ইনিংস ও ২২০ রানে পরাজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বৃষ্টিবিঘিœত দ্বিতীয় টেস্ট ড্র হয়। সে সুবাদে তিন টেস্টের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এবার সিরিজ জয়ের মিশন তাদের। কেপটাউনে আজ মাঠে গড়াচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। সিরিজ জয়ের জন্য প্রোটিয়াদের ন্যূনতম ড্র করলেই চলবে। তবে সিরিজ বাঁচানোর জন্য বেশ কঠিন কাজ করতে হবে সফরকারী ক্যারিবীয়দের। জিততেই হবে এই টেস্ট। সেঞ্চুরিয়নে খুব বাজেভাবে শুরু করলেও দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। যদিও স্বাগতিক প্রোটিয়া শিবির বৃষ্টিকে দুষতেই পারে। কারণ বৃষ্টির জন্য পুরোপুরি দু’দিন কোন খেলাই হয়নি। যার কারণে খেলার গতি-প্রকৃতিটা ঠিক বোঝা সম্ভব হয়নি। কিন্তু মাঠের নৈপুণ্যে অনেকটাই উন্নতি দেখিয়েছে দিনেশ রামদিনে দল। এবার তৃতীয় টেস্টে সেটাই বড় অনুপ্রেরণা হতে পারে ক্যারিবীয়দের জন্য। তবে অধিনায়ক রামদিন এবং মিডলঅর্ডারের ব্যাটিং স্তম্ভ শিবনারায়ণ চন্দরপল আগের দুই টেস্টে ছিলেন পুরোপুরি ব্যর্থ। তাঁরা নিজেদের ফিরে পেলে প্রোটিয়া আগ্রাসন কিছুটা হলেও রুদ্ধ করে দেয়া সম্ভব হতে পারে। তবে প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা চাইছেন জিতেই সিরিজ নিজেদের করে নিতে। তিনি মনে করেন পোর্ট এলিজাবেথেও জেতা সম্ভব হতো যদি বৃষ্টি হানা না দিত। কারণ ক্যারিবীয়দের ইনিংস যেটুকু বড় হয়েছে সেটা শুধু তৃতীয় উইকেটে ক্রেইগ ব্রেথওয়েট ও মারলন স্যামুয়েলসের কারণেই। এ দু’জন ১৭৬ রানের জুটি গড়েছিলেন। কিন্তু প্রোটিয়া পেসাররা দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন দক্ষিণ আফ্রিকাকে। এরপর ২৭৫ রান তুলতেই ৯ উইকেট হারায় ক্যারিবীয়রা এবং সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন ডেভন স্মিথ। পোর্ট এলিজাবেথে বোলারদের জন্য তেমন সহায়ক কিছু না থাকলেও বোলাররা যা করেছেন তাতে দারুণ তুষ্ট আমলা। তিনি বলেন, ‘আমার মনে হয় এরচেয়ে একটু ভিন্নতম উইকেট হলে আরও দ্রুতই আমরা অনেক উইকেট তুলে নিতে পারতাম। চতুর্থ দিনে এরপরও আমরা মাত্র ৩৫ ওভারের মধ্যে ৭ উইকেট তুলে নিয়েছিলাম। আর আগামী ম্যাচের জন্য এটাই আমাদের জন্য ইতিবাচক হতে পারে।’ আমলা আশা করছেন কেপটাউনের নিউজিল্যান্ডসে উইকেট অনেক বেশি গতিময় হবে। যথেষ্ট বাউন্স এবং বলে ভাল সুইংও পাওয়া যাবে। এ ম্যাচের জন্য উদীয়মান অফস্পিনার সাইমন হারমারকে দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। এ বিষয়ে দেশটির নির্বাচক প্যানেলের আহ্বায়ক এন্ড্রু হাডসন বলেন, ‘আমরা আসলে দ্বিতীয় একজন স্পিনারের অভাব পূরণ করতে চাইছি।’ তবে পেসবান্ধব উইকেটে একাদশে দুই স্পিনার নিয়ে খেলানোর কৌশল কখনই খাটায়নি দক্ষিণ আফ্রিকা। কিন্তু হারমার মিডলঅর্ডারে বেশ ভাল ব্যাটিং করার যোগ্যতাও রাখেন। সে কারণে তাঁর অভিষেক আজ হয়েও যেতে পারে।
×