ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু মেডিক্যালে রক্তদান কর্মসূচী উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৯, ১ জানুয়ারি ২০১৫

বঙ্গবন্ধু মেডিক্যালে রক্তদান কর্মসূচী উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন। আপনার দেয়া রক্ত বাঁচাতে পারে মানুষের মহামূল্যবান জীবন। তবে সেই রক্ত হতে হবে নিরাপদ। দেশে রক্তের চাহিদা পূরণ করতে ও নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহায়তায় এশিয়ান এ্যাসোসিয়েশন অফ ট্রান্সফিউশন মেডিসিন (এএটিএম) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ এ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফা, এএটিএম’র সেক্রেটারি ও বিএসএমএমইউ’র অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, এএটিএম’র কোষাধ্যক্ষ অধ্যাপক নিত্যানন্দ শীল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আতিয়ার রহমান, ডাঃ শেখ সাইফুল ইসলাম শাহীন, কাউন্সিলর সুব্রত বিশ্বাস, চীফ মেডিক্যাল টেকনোলজিস্ট আব্দুল মজিদ শেখ, মেডিক্যাল টেকনোলজিস্ট মোঃ রাকীব, মোঃ মাসুদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মোঃ কামরুল হাসান (বয়স ৩০) স্বেচ্ছায় রক্তদান করেন। তিনি এ পর্যন্ত ১০ বার স্বেচ্ছায় রক্তদান করে অনেক মানুষের মহামূল্যবান জীবন বাঁচিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে সকলকে অংশগ্রহণ করে নিরাপদ রক্ত পরিসঞ্চালনে সহায়তা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
×