ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইটের আঘাতে শিক্ষিকার মৃত্যু

ঘাতকদের শাস্তির দাবিতে শেরপুরে মৌন মিছিল

প্রকাশিত: ০৩:৩২, ১ জানুয়ারি ২০১৫

ঘাতকদের শাস্তির দাবিতে শেরপুরে মৌন মিছিল

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩১ ডিসেম্বর ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সোমবার নোয়াখালীর মাইজদী শহরে পিকেটারদের ইটের আঘাতে নিহত স্কুল শিক্ষিকা শামসুন্নাহার ঝর্ণার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় মৌন মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষকরা। সকালে নালিতাবাড়ী মুক্তমঞ্চ থেকে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক সমাবেশে শিক্ষক শহিদুল ইসলাম, মোঃ নাজিমুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদিকে বিশাল একটি মৌন মিছিল নকলা শহর প্রদক্ষিণ করে স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অধ্যাপক মেস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম জিন্নাহ, লুৎফর রহমান, ফেরদৌস রহমান জুয়েল, শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা শিক্ষক ঝর্ণার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। সৈয়দপুরের ইউএনওকে অবাঞ্ছিত ঘোষণা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শীতবস্ত্র বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সৈয়দপুর পৌরসভার মেয়র। সেই সঙ্গে তিনি উপজেলা পরিষদের সকল প্রকার সভা বর্জনের ঘোষণা দেন। বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন। মাস্টার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩১ ডিসেম্বর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা আগামী রবিবার প্রকাশ করা হবে। ফলাফল ঝগঝ-এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- NUATRoll No.NUATRoll No. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ ঝবহফ করলে ফলাফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট ww(w.nu.edu. bd.admissions)ww(w.nu.edu. bd.admissions) থেকে ফলাফল পাওয়া যাবে।
×