ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেড ক্যাটাগরিতে নেমে গেল দুই কোম্পানি

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ ডিসেম্বর ২০১৪

জেড ক্যাটাগরিতে নেমে গেল দুই কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সময়মতো বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে না পারায় পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেল। কোম্পানি দুইটি হচ্ছে - কেয়া কসমেটিকস ও প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। এ ছাড়া - ১০ শতাংশের কম লভ্যাংশ দেয়ায় মেট্রো স্পিনিং ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে ১০ শতাংশের কম লভ্যাংশ দিয়েছে মেট্রো স্পিনিং। এ কারণে কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটারিতে নামিয়ে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এছাড়া সময়মত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে না পারায় কেয়া কসমেটিকস ও প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে ডিএসই। এ দুই কোম্পানির শেয়ার কেনার বিপরীতে ট্রেকহোল্ডারদের প্রান্তিক ঋণ বা মার্জিন লোন সুবিধা না দেয়ারও নির্দেশ দিয়েছে ডিএসই।
×