ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোবাইলে প্রেম ॥ প্রেমিকার অনশন ॥ অবশেষে বিয়ে

প্রকাশিত: ০৫:৫১, ৩১ ডিসেম্বর ২০১৪

মোবাইলে প্রেম ॥ প্রেমিকার অনশন ॥ অবশেষে বিয়ে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিয়ের প্রলোভনে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয় চাপড়া সরমজানী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল হক চৌধুরীর পুত্র পিয়াল। অবশেষে প্রেমিকার চাপে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছে। মেয়েটি পিয়ালের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করলে সোমবার রাতে এলাকাবাসীর রোষানলে ইউপি চেয়ারম্যান তার ছেলের সঙ্গে প্রেমিকার বিয়ে দিতে বাধ্য হয়। জেলার কিশোরীগঞ্জ উপজেলার সদরের কেশবা মাস্টারপাড়া গ্রামের সবুর আলীর মেয়ে কিশোরীগঞ্জ ডিগ্রী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে চাপড়া সরমজানী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল হক চৌধুরীর পুত্র পিয়াল। দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্কে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা হয়। গত ২৮ ডিসেম্বর পিয়াল প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় বেশ কিছু প্রভাবশালী দেড় লাখ টাকার বিনিময়ে পিয়ালকে ছাড়িয়ে দেয়। এ পরিস্থিতিতে প্রেমিকা মেয়েটির পরিবার পড়ে বিপাকে। রেজাউল সভাপতি সাবু সম্পাদক গাইবান্ধা প্রেসক্লাব কমিটি গঠন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ ডিসেম্বর ॥ গাইবান্ধা প্রেসক্লাবের ত্রিবার্ষিক সাধারণ সভা মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে গোবিন্দলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কেএম রেজাউল হক সভাপতি, আবু জাফর সাবু সাধারণ সম্পাদক ও গোবিন্দলাল দাস প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। সর্বসম্মতিক্রমে ২০১৫-১৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, সহকারী সম্পাদক শাহাবুল শাহীন তোতা, সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রচার উজ্জল চক্রবর্তী, সাহিত্য আসাদুজ্জামান মামুন, সমাজকল্যাণ জোবায়ের আলী, পাঠাগার জাহাঙ্গীর আলম, ক্রীড়া নজরুল ইসলাম, দফতর আরিফুল ইসলাম বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য আজাদ হোসেন সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তফা, কুদ্দুস আলম, ফেরদৌস ইসলাম খান, ফারুক হোসেন, খুরশিদ বিন আতা খসরু।
×