ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চক্ষু চিকিৎসা-তথ্যপ্রযুক্তি উন্নয়নে কোরিয়ার সঙ্গে অনুদান চুক্তি

প্রকাশিত: ০৬:৩৮, ৩০ ডিসেম্বর ২০১৪

চক্ষু চিকিৎসা-তথ্যপ্রযুক্তি উন্নয়নে কোরিয়ার সঙ্গে অনুদান চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চক্ষু চিকিৎসা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা দিচ্ছে কোরিয়া। এ জন্য ১১ লাখ ৪৭ হাজার মার্কিন ডলারে অনুদান চুক্তি স্বাক্ষর করেছে সরকার। সোমবার কোরিয়ান সহযোগিতা সংস্থার (কইকা) সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান এবং কইকার আবাসিক প্রতিনিধি কিম বুক হি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, আই হেলথ প্রমোশন এ্যান্ড প্রিভেনশন অব ব্লাইন্ডনেস ইন সিলেকটেড এরিয়া অব বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে ৮ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার এবং এস্টাবলিশমেন্ট অব দ্য ই-গবর্মেন্ট মাস্টার প্ল্যান ফর ডিজিটাল বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে ৩ লাখ ২ হাজার মার্কিন ডলার ব্র্যাক ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের সাব এজেন্ট হিসেবে মিডল্যান্ড ব্যাংকের সকল আউটলেটে এক্সপ্রেস মানি রেমিটেন্স সেবা প্রদান করবে। ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ-জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি
×