ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দরপতন থেমেছে

প্রকাশিত: ০৬:৩৭, ৩০ ডিসেম্বর ২০১৪

পুঁজিবাজারে দরপতন থেমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সূচকের সামান্য উর্ধগতি দিয়ে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবারের লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক বাড়লেও যদিও অন্যান্য সূচক কিছুটা কমেছে। তবুও দেরিতে হলেও সূচকের পতন থামায় কিছুটা স্বস্তিতে রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধির দিনে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১ শতাংশ। লাফার্জ সুরমা, ডেসকো, গ্রামীণফোন ও মবিল যমুনা বিডির মতো বড় মূলধনী কোম্পানিগুলোর চাহিদার দিনে অন্যান্য কোম্পানিরও চাহিদা বাড়তে দেখা গেছে। একইভাবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ১৮৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩২ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮১৪ পয়েন্টে। আর ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮০ পয়েন্টে। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ডেসকো, এমজেএলবিডি, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা এবং অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসইতে দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : প্রাইম লাইফ, বার্জার পেইন্টস, আলহাজ টেক্সটাইল, প্রাইম ব্যাংক, ডাচ্্ বাংলা ব্যাংক, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এসিআই ফর্মুলেশন, স্টান্ডার্ড ব্যাংক, হামিদ ফেব্রিক্স ও মেঘনা লাইফ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : দুলা মিয়া কটন, ৭ম আইসিবি, আইসিবি এএমসিএল ২য়, পপুলার লাইফ, শাহজিবাজার পাওয়ার, ডেফোডিল কম্পিউটার, রহিম টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ৩য় আইসিবি ও সাভার রিফ্র্যাক্টরীজ। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা বিডি, সাইফ পাওয়ার টেক, সামিট এ্যালায়েন্স পোর্ট, হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, পেনিনসুলা চট্টগ্রাম, জেনারেশন নেক্সট ফ্যাশন ও আফতাব অটোস।
×