ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক ২৬ ফুটবলারের

বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনে তোড়জোড়

প্রকাশিত: ০৫:৪৬, ৩০ ডিসেম্বর ২০১৪

বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনে তোড়জোড়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এ বছর আমরা উল্লেখযোগ্য পরিমাণে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে ফিফা প্রীতি ম্যাচ খেলেছি। আগামীতে যদি এর পরিমাণ আরও বাড়ানো যায়, তাহলে নিঃসন্দেহে তা বাংলাদেশের ফুটবলের জন্য ভাল হবে।’ কথাগুলো কাজী মোঃ সালাউদ্দিনের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই সভাপতি আরও বলেছেন, আগামীতে আমরা এ ধরনের আরও কিছু ম্যাচ খেলে এশিয়া লেভেলে আমরা কোন পর্যায়ে আছি, সেটা বুঝতে পারব। এক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ডের মতো দেশগুলো বা তাদের ক্লাবগুলোর সঙ্গে খেলা। আমাদের শেখ জামাল আইএফএ শিল্ড ও কিংস কাপে দুটি শিরোপা জিতেছে। কদিন আগেই কোরিয়ান ক্লাব বুসান আই পার্কের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে প্রমাণ করেছে তারা কোন পর্যায়ের ফুটবল খেলতে পারে। আগামীতে এ ধরনের আরও ১০-১২টি প্রীতি ইন্টারন্যাশনাল বা ক্লাব প্রীতি ম্যাচ খেললে আমাদের ফুটবলের উন্নয়নের জন্য করণীয় সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পাব এবং সে অনুযায়ী স্পন্সরও যোগাড় করার অবকাশ পাব। পরিকল্পনাটাই আসল।’ সালাউদ্দিনের কথা অনুযায়ী খুব বেশিদিন নয়, আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে এ রকম আরও কিছু ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ। ১৯৯৯ সালের পর আগামী ১৬-২৭ জানুয়ারি পর্যন্ত আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।’ এর মধ্যেই টুর্নামেন্টটির ফরমেট চূড়ান্ত করা হয়েছে। কিন্তু সংশয় কাটেনি এ আসরের ষষ্ঠ দল নিয়ে। বাফুফের আমন্ত্রণপত্র পাকিস্তান হয়ে চলে যায় মালদ্বীপ পর্যন্ত, কিন্তু তাদের কেউ বাংলাদেশে খেলতে আসতে রাজি হয়নি। সর্বশেষ মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার ক’টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বাফুফের পক্ষ থেকে। যদিও শেষ পর্যন্ত একটি কোরিয়ান দল আসতে পারে বলে জানা গেছে। বঙ্গবন্ধু কাপের জন্য চারটি দল নিশ্চিত হয়েছে আগেই। দলগুলো হলোÑ সিঙ্গাপুর, থাইল্যান্ড, বাহরাইন, মালয়েশিয়া। আর বাংলাদেশ হচ্ছে স্বাগতিক দল। বঙ্গবন্ধু কাপের জন্য এখনও প্রস্তুত নয় ঢাকা ও সিলেটের ভেন্যু। সিলেট জেলা স্টেডিয়ামে নেই ফ্লাডলাইটের ব্যবস্থা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট থাকলেও পর্যাপ্ত আলোর অভাব। এ বিষয়ে অবশ্য দ্রুত কাজ করে যাচ্ছে বাফুফে। বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড। এতে ডাক পেয়েছেন ২৬ ফুটবলার। এতে সর্বাধিক ১৪ জন শেখ জামাল ধানম-ি ক্লাবের। এছাড়া মোহামেডানের ৬, আবাহনীর ২, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল ক্রীড়া চক্র, টিম বিজেএমসি ও চট্টগ্রাম আবাহনীর ১ জন করে ঠাঁই পেয়েছেন। তাদের অনুশীলন ক্যাম্প হবে সাভার বিকেএসপিতে। এ জন্য আগামী ১ জানুয়ারি মতিঝিলের বাফুফে ভবনে দুপুর ১টায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ দলের কোচ একেএম সাইফুল বারী টিটুর কাছে তাদের রিপোর্ট করতে হবে। বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ॥ শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডেরÑ মাজহারুল ইসলাম, রায়হান হাসান, মোহাম্মদ লিংকন, নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম, সোহেল রানা, তকলিস আহমেদ, শাখাওয়াত হোসেন রনি, জামাল ভূইয়া, শহিদুল আলম ও রুবেল মিয়া; আবাহনী লিমিটেডেরÑ আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম; মোহামেডানেরÑ জাহিদ হোসেন, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, আরিফুল ইসলাম, জাহিদ হাসান এমিলি ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস; মুক্তিযোদ্ধা সংসদেরÑ রাসেল মাহমুদ লিটন; শেখ রাসেলেরÑ মিঠুন চৌধুরী; চট্টগ্রাম আবাহনীর আতিকুর রহমান ফাহাদ ও টিম বিজেএমসির আমিনুল ইসলাম সজীব।
×