ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:১১, ২৮ ডিসেম্বর ২০১৪

এস এস সি পরীক্ষার পড়াশোনা

বিষয় : ব্যবসায় উদ্যোগ প্রিয়, শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য ৪র্থ অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তর এবং কয়েকটি বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ৪র্থ অধ্যায় মালিকানারভিত্তিতে ব্যবসায় জনাব মফিজ ও আব্দুল লতিফ একত্রিত হয়ে একটি ব্যবসায় শুরু করেন। তারা সব সময়ই এলাকার ভোক্তাদের কোন পণ্য দরকার সে অনুযায়ী পণ্য সংগ্রহে সচেষ্ট থাকেন। এতে তাদের ব্যবসায়ে প্রচুর লাভ হয। বর্তমানে তাদের ব্যবসায়ের বেশ সুনাম রয়েছে। প্রশ্ন ক) ব্যবসায় সংগঠন কত প্রকার? প্রশ্ন খ) একমালিকানা ব্যবসায় ‘মালিকের দায় অসীম’ কথাটি ব্যাখ্যা কর প্রশ্ন গ) উদ্দীপকের ব্যবসায়ের ধরনটি বর্ণনা কর। প্রশঘ) উদ্দীপকের ব্যবসায়টির সফলতায় কোন বিষয়টির ভূমিকা সবচেয়ে বেশি তা মূল্যায়ন কর। উত্তর ক) ব্যবসায় সংগঠন পাঁচ প্রকার। ১. একমালিকানা ব্যবসায় ২. অংশীদারি ব্যবসায় ৩. যৌথমূলধনী ব্যবসায় ৪. সমবায় সমিতি ৫. রাষ্ট্রীয় ব্যবসায় খ) একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবাসয়ে মালিকের দায় অসীম। এ ব্যবসায় সম্পূর্ণ দায় দায়িত্ব মালিকের। প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে ব্যবসায়ের দায় পরিশোধ করতে হয়। গ) জনাব মফিজ ও আব্দুল লতিফের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়। সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। আইনগত ঝামেলা না থাকায় এ ব্যবসায় গঠন বেশ সহজ। জনাব মফিজ ও আব্দুল লতিফ চুক্তির ভিত্তিতে তাদের ব্যবসায় শুরু করেছে। অংশীদার হিসেবে তারা উভয়ই চুক্তি অনুযায়ী মূলধন সরবরাহ করে এবং লাভ লোকসান বণ্টন করে নেন। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে এ ব্যবসায় গড়ে উঠে এবং এ ব্যবসায়ের সফলতা এর উপর নির্ভরশীল। আইনগত সত্তা না থাকায় এর দায় অসীম। এর ফলে অংশীদারদের মধ্যে বিশ্বাসের অভাব ও বিরোধ দেখা দিলে বিলোপ সাধন সহজেই করা যায়। কিন্তু অংশীদারদের মধ্যে চূড়ান্ত সদ্বিশ্বাস থাকে বলে এ ব্যবসায় সাফল্য লাভ করে। ঘ) জনাব মফিক ও আব্দুল রতিফের অংশীদারি ব্যবসায়টি সফলতার
×