ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেট চেম্বারের নির্বাচন হচ্ছে ১৬ মাস পর

প্রকাশিত: ০৪:৪৮, ২৭ ডিসেম্বর ২০১৪

সিলেট চেম্বারের নির্বাচন হচ্ছে  ১৬ মাস পর

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আগামী ৩১ ডিসেম্বর সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ব্যবসায়ীদের দু’পক্ষের মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৬ মাস নির্বাচন প্রক্রিয়া স্থগিত ছিল। জানা যায়, গত বছরের ২ অক্টোবর সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে ৩০ সেপ্টেম্বর নির্বাচনের প্রার্থী হাফিজুর রহমান খান ও হাসিন আহমদ মিন্টুর দায়েরকৃত রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট ৪ সপ্তাহের জন্য চেম্বার নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ব্যবসায়ীদের আরেক পক্ষ গত বছরের ১ অক্টোবর চেম্বার জজ আদালতে আপীল করলে বিচারপতি মাহমুদ হোসেন তা পূর্ণাঙ্গ বেঞ্চে রেফার করেন। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকে সিলেট চেম্বারের নির্বাচন। এই পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসককে চেম্বারের প্রশাসক নিয়োগ করা হয়। প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ নিজেদের মামলা তুলে নিয়ে সমঝোতায় আসলে নির্বাচনের পরিবেশ তৈরি হয়। উচ্চ আদালত নির্বাচন সম্পন্ন করতে প্রশাসককে নির্দেশ দিয়েছে।
×