ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘরসজ্জার চারা

প্রকাশিত: ০৪:৪৫, ২৭ ডিসেম্বর ২০১৪

ঘরসজ্জার চারা

ঘরবাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান সাজানোর জন্য এখন বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যায়। সৌন্দর্য বর্ধনের জন্য টবে রাখা এসব চারা গাছ মেঝেতে সাজিয়ে বা ব্যালকনিতে ঝুলিয়ে রাখা হয়। এগুলোকে ইনডোর গাছ বা ঘরসজ্জার গাছ বলা হয়। অনেক সৌখিন ব্যক্তি এসব চারা নার্সারি থেকে কিনে থাকেন। নার্সারিতে ব্যবসায়ীরা বাঁশের চাটি, কাঠ ও মাটির বাসনের ছোট ছোট টব তৈরি করে তাতে কিছু মাটি মিশিয়ে চারা রোপণ করেন। ঝুলিয়ে রাখা গাছের মধ্যে আছে পাইকাস, মনস্টিয়া, ক্যাঙ্গারু পকেট অর্কিড, ভেন্ডা অর্কিড, লিপস্টিক অর্কিড, ক্যাটালিয়া অর্কিড, বেবিরোজ ইত্যাদি। ফ্লোরে রাখার উপযোগী গাছের মধ্যে বনসাই, মেরেন্ডা, বিভিন্ন প্রজাতির ফার্ন, অগ্নিশ্বর, আপেল পাতাবাহার বেশি বিক্রি হয়। সাইজ ও প্রজাতিভেদে গাছগুলোর দাম ২০ টাকা থেকে শুরু করে পাঁশ শ’ টাকা বা তারও বেশি হতে পারে। ছবিটি শাহবাগ শিশু একাডেমি এলাকা থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×