ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি-বুসান আই পার্ক মুখোমুখি আজ

ভাল খেলার প্রতিশ্রুতি উভয় দলেরই

প্রকাশিত: ০৪:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৪

ভাল খেলার প্রতিশ্রুতি উভয় দলেরই

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোরিয়ান (কে) লীগের অন্যতম শীর্ষদল বুসান আই পার্কের বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি (ফিফার আইন অনুসারে এটা হবে চারটি ধাপের মধ্যে দ্বিতীয় টায়ারের আন্তর্জাতিক স্বীকৃত ম্যাচ)। খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ সেরা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। বৃহস্পতিবার ঢাকায় পা রাখে বুসাই আই পার্ক। আজকের ম্যাচ উপলক্ষে শুক্রবার বুসান আই ক্লাব ও শেখ জামাল ধানম-ি ক্লাব হেড কোচ, ম্যানেজার, অধিনায়ক ও কর্মকর্তার উপস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শেখ জামাল ধানমণ্ডির পক্ষে ক্লাব পরিচালক আব্দুল গাফ্ফার, টিম ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল, প্রধান প্রশিক্ষক একেএম মারুফুল হক ও অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরী; বুসান আই পার্কের পক্ষে হেড কোচ ইউন সুং হিউ, ম্যানেজার পার্ক শি উন এবং লি কিউং রিউল ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন। ‘দুটি কারণে এই ম্যাচটি শেখ জামালের কাছে গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভুটানে গিয়ে কিংস কাপে চ্যাম্পিয়ন হওয়ায় দলের যে মর্যাদা বেড়েছে, সেটা প্রমাণের জন্য এবং জাপানের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের কদিন আগের ফিফা প্রীতি ম্যাচে জাতীয় দলের ১২ ফুটবলার খেলেন, যারা জামালের প্লেয়ার ছিলেন, ওই ম্যাচে যে ভুলত্রুটিগুলো হয়েছিল, সেগুলো কতটা শুধরে নেয়া গেছে, সেটাও দেখা যাবে এই ম্যাচে।’ সংবাদ সম্মেলনে এমনটাই অভিমত ব্যক্ত করেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচ মারুফুল হক। তিনি আরও বলেন, ‘তাদের দুটি ম্যাচ দেখেছি। তারা মিডফিল্ড থেকে প্রতিপক্ষকে আঘাত করে। তাদের খেলোয়াড়দের গড় বয়স ২৪-এর মতো। তাদের স্কিল অনেক ভাল। তারপরও দলের খেলোয়াড়দের বলেছি মানসিক এবং শারীরিকভাবে শক্ত থাকতে এবং এই ম্যাচে ইতিবাচক খেলতে।’ দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মামুনুল ইসলামকে জাপানের ম্যাচে কিছুটা খাপছাড়া অবস্থায় খেলতে দেখা গেলেও এ ম্যাচে এমনটা হবে না বলেই আশা করেন মারুফ। এছাড়া হোমগ্রাউন্ড, চেনা পরিবেশ এবং টিম স্পিরিটই জামালের অনুকূলে থাকবে বলে মনে করেন তিনি। নিজ দলকে ৪-৩-৩ ফর্মেশনে খেলানোর ইঙ্গিত দেন তিনি। জামালের নতুন অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘কোরিয়ার অন্যতম সেরা ক্লাবটির বিপক্ষে চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আমরা। ওরা খেলে প্রেসিং ও কুইক মুভমেন্টের খেলা। শেখ জামালও ভাল ফুটবল খেলে, বাংলাদেশও ভাল ফুটবল খেলে এটা এখন এশিয়ার সবাই জানে। কোরিয়ান দলটির বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমার দল তৈরি।’ বুসানের কোচ ইউন বলেন, ‘শুনেছি শেখ জামাল খুব ভাল দল। ক্লাবটিতে জাতীয় দলের ১১ খেলোয়াড় রয়েছে। এ জন্যই তাদের সঙ্গে খেলতে আগ্রহী হয়েছি আমরা। তবে আমরা ওদের বিরুদ্ধে এমনভাবে খেলতে চাই, যেন সবাই অনেকদিন এটা মনে রাখে। আমরা খেলব ৩-৫-২ পদ্ধতিতে।’ তিনি আরও জানান, ‘আমাদের দলে অনেক নতুন ও তরুণ ফুটবলার আছে। জামালের বিরুদ্ধে এ ম্যাচ তাদের অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়ক হবে।’ কোচ আরও জানান, ‘এশিয়া কাপে অংশ নিতে আমাদের ক্লাবের দুই প্লেয়ার জাতীয় দলের ক্যাম্পে থাকায় ঢাকায় আসতে পারেনি। এছাড়া ক্রিসমাসের ছুটিতে থাকায় ক্লাবের দুই ব্রাজিলিয়ান ফুটবলারও এখানে আসতে পারেনি। জামালের ২-৩টা ম্যাচের ভিডিও দেখেছি। তারা যদি আরও বেশি অনুশীলন করে, তাহলে আরও অনেক উন্নতি করবে তারা।’ অধিনায়ক লি বলেন, ‘বাংলাদেশে এসেছি তাদের দল এবং খেলোয়াড়দের সম্পর্কে জানতে। এই ম্যাচে যতটুকু খেলার দরকার আমাদের দল ততটাই খেলবে।’ সম্প্রতি দক্ষিণ কোরিয়া ফুটবল এ্যাসোসিয়েশন (কেএফএ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি আমন্ত্রণপত্র পাঠায়। ‘কে-লীগ’-এর একটি ক্লাব বাংলাদেশ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় বলে তারা জানায়। তারা প্রস্তাব দেয়- বাংলাদেশের কোন ক্লাব চাইলে ম্যাচটি ঢাকায় খেলতে পারে। কিংবা জাতীয় দলকে কোরিয়া পাঠাতে পারে। উল্লেখ্য, ম্যাচের পুরো খরচ কোরিয়ান ক্লাবটিই বহন করবে। আইএফএ শিল্ড এবং কিংস কাপে এশিয়ার বিভিন্ন ক্লাবের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম বিশ্বকাপ খেলুড়ে দেশের কোন ক্লাবের বিপক্ষে খেলতে যাচ্ছে শেখ জামাল। বুসান আই পার্ক ॥ উন সুন হাইয়ো, কিম উন ডং, লি জিন হ্যাং, পার্ক হেইল, পার্ক সিহউন, কু ইউন জুন, লি কাইয়ুন গ্রিউল, উন ডং মিন, পার্ক ইয়ংজি, জুং সিওক ওয়া, উ জিনু, লি চেংগিউন, জিওন সুংচেন, কিম চেন ইয়ং, জু সি জং, কেউন জিনিয়ং, কিম জিমিন, কিম কি ইয়ং, লি চিওন উন, লি গায়ো সুং, কিম জিনয়ু, সিও হংমিন ও লি জো ইয়ং। শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড ॥ মাজহারুল ইসলাম হিমেল, মাকসুদুর রহমান মোস্তাক, শহীদুল আলম সোহেল, ওসমান গনি, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, রায়হান হাসান, মোহাম্মদ লিংকন, ইয়াসিন খান, নাসির উদ্দিন চৌধুরী, দিদারুল হক, কেষ্ট কুমার বোস, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, সোহেল রানা, এনামুল হক শরীফ, মোনায়েম খান রাজু, শেখ আলমগীর কবির রানা, রুবেল মিয়া, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ, ওয়েডসন এ্যানসেলমে, এমেকা ডার্লিংটন এবং ল্যান্ডিং ডার্বোয়ে।
×